০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

১২০ দিনেই সব সম্ভব নয় : ফারুক

-

পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর বেশ কিছু সাফল্য এসেছে দেশের ক্রিকেটে। একই সাথে পরাজয়ের গ্লানি থাকলেও গত চার মাসের ফলাফলে সন্তুষ্ট ফারুক। ফলাফলে চোখ না রেখে প্রক্রিয়া ঠিক রাখতে চান তিনি।
নতুন বছর শুরুর দিনে অর্থাৎ গতকাল নিজের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র ১২০ দিন হয়েছে। এই চার মাসে সব সম্ভব নয়, ম্যাজিকাল কিছু করা যাবে না।’
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সময়টা অবশ্য ভালো যায়নি টাইগারদের। পরের টেস্ট সিরিজে ভারতের মাটিতে টেস্টে ২-০ এবং টি-২০ তে ৩-০ ব্যবধানে হার শান্ত বাহিনীর। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ কাটা ঘায়ে নুনের ছিটার মতো। তারপর ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে বাজেভাবেই হারে বাংলাদেশ। পরের টেস্টেই সিরিজ ১-১ ব্যবধানে ড্র। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ৩-০ ব্যবধানে। তবে টি-২০ সিরিজে স্বাগতিক উইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বছরটা শেষ করে টাইগাররা।
ফারুক বলেন, ‘আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দু’টি সিরিজ জিতেছি, ভারতে দু’টি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দু’টি হোম সিরিজ হেরেছি। আবার টি-২০তে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।’
সামাজিক মাধ্যমে কঠোর হচ্ছে বিসিবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট প্রায়ই ভাইরাল হয়ে যায়। জাতীয় দলে সুযোগ না পেলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মত প্রকাশ করেন তারা। এসব ব্যাপারে কঠোর বিসিবি। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা দেখাচ্ছে। এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিসিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।’
মাঠের পারফরম্যান্স খারাপ হলে গণমাধ্যমে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। ফারুকের মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। বিসিবি সভাপতি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব।’
টাকার জন্য আলাদা পদক্ষেপ
বিপিএলের সবশেষ আসরে ১৫ বিদেশী ক্রিকেটার সময় মতো নিজেদের টাকা বুঝে পাননি। চুক্তি অনুযায়ী পুরো টাকা না পেয়ে আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ফিকা) কাছে অভিযোগ করেছিলেন বিদেশীরা। গ্লোবাল সুপার লিগ খেলার সময় টস করতে এসে রংপুর রাইডার্সের বিপক্ষে একই অভিযোগ তুলেছিলেন ইমরান তাহির। ২০১৮-১৯ বিপিএল খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও ঝামেলা পড়তে হয়েছিল। বিসিবিকে মামলার হুমকি পর্যন্ত দিয়েছিল ফিকা।
বিপিএল শুরুর আগে প্রত্যেক ক্রিকেটারকে তাদের পারিশ্রমিকের ৫০ শতাংশ বুঝিয়ে দেয়ার কথা। বাকি ৫০ শতাংশের মাঝে ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন এবং শেষ কিস্তিটা দিতে হবে বিপিএল শেষ হতেই। অথচ বিপিএল শুরু হলেও সাত ফ্র্যাঞ্চাইজির কোনো ক্রিকেটার কিছুই পাননি। খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়ও বলেছিলেন টাকা না পাওয়ার কথা। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের টাকার ব্যাপারে বলেছি।’
এ ছাড়া বিপিএল শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ব্যাংক গ্যারান্টি নেয়ার কথা। কারো পারিশ্রমিক না দিলে যেন সেখান থেকে টাকা দিতে পারে বিসিবি। অথচ ফরচুন বরিশাল ছাড়া বাকি কোনো ফ্র্যাঞ্চাইজি সেই টাকা জমা দেয়নি। যদিও ফারুক জানান, এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আপনি যদি বলেন এটা নয় কেন, ওটা নয় কেন তাহলে এক কথায় দিতে পারব না। গত চার মাসের পরিস্থিতিটাও তো দেখতে হবে।’


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযানে ৫০ মামলা ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশীসহ ১৩৮ অভিবাসী আটক

সকল