৪ ম্যাচে ৭৪ ছক্কা ১০৯ বাউন্ডারি
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
উদ্বোধনী ম্যাচে ১৯৭ রান করেও হার, দ্বিতীয় ম্যাচে এক দলের স্কোর ১৯১। তৃতীয় ম্যাচেই ২০০ রানের দেখা। চার ম্যাচে ছক্কা ৭৪টি, চার ১০৯টি। শুরুটা আশা জাগানিয়া। মাত্র তো চারটি ম্যাচই হলো। মিরপুরে দুই দিনে আরো চারটি ম্যাচ আছে। তারপর বিপিএল চলে যাবে সিলেটে। সেখানের উইকেট আচরণ বুঝা যাবে দুই-একটি ম্যাচ খেলার পরই। তবে মিরপুরে এমন ছক্কা-বৃষ্টি আর রানের জোয়ার হয়নি কোনো বিপিএলে। আজ লড়বে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স।
এবার কেন এত রান? বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, এবার ভালো ব্যাটিং উইকেট তৈরির জোর নির্দেশনা ছিল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মন্থর, নিচু বাউন্সের উইকেট টি-২০ ক্রিকেটের উপযোগী নয় বলে সমালোচনা ছিল প্রবল। উইকেট নিয়ে সমালোচনা করায় একবার মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল তামিম ইকবালকে। বিদেশী ক্রিকেটাররাও মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষের কথা জানান।
পালাবদলের পর ফারুক বলেছিলেন, বিপিএলের উইকেটে এবার বিশেষ নজর থাকবে তাদের। সেই দৃষ্টি দেয়ার প্রতিফলনই যেন আসরের শুরুতে। ম্যাচপ্রতি এবার এখনো পর্যন্ত ছক্কা হয়েছে ১৮.৫টি। বিপিএলে এক আসরে ম্যাচপ্রতি ছক্কা সবচেয়ে বেশি হয়েছে ২০১৯-২০ টুর্নামেন্টে। সেবার ৪৬ ম্যাচে ৬২১টি ছক্কা হয়েছিল, ম্যাচপ্রতি ছক্কা ছিল ১৩.৫টি।
এবার ছক্কা বেশি হওয়ার একটা কারণ, মাঠের সীমানা ছোট করে দেয়া। তবে উইকেট যে এবার এখনো পর্যন্ত অনেক ব্যাটিং সহায়ক, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যদিও গত দুই দিন চারটি ম্যাচ হয়েছে। শুরুটা অন্তত আশা জাগানিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা