০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
২০২৫ সাল

৭টি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা

-

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ২০২৫ সালে একটি ব্যস্ত ও চাপযুক্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচি অপেক্ষা করছে। আইসিসি এবং এসিসির ইভেন্টগুলো ছাড়া টাইগাররা নতুন বছরে মোট সাতটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), দীর্ঘ সময় ধরে চলবে, যা টাইগারদের আরো ব্যস্ত করে তুলবে। তবে টাইগারদের ২০২৫ সালে মাত্র চারটি টেস্ট ম্যাচ রয়েছে।
দেশী ও বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণে বিপিএল চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল শেষ হওয়ার পর টাইগাররা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করবে। এই সময়টায় বাংলাদেশ প্রায় ১০ দিনের মতো নিজেদের গুছিয়ে নিতে পারবে। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচ খেলবে। যা হবে তাদের বছরের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে। এই সিরিজে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। মে মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-২০ ম্যাচ খেলবে। জুন-জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যেখানে সমান তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচসহ একটি টেস্টও রয়েছে।
আগস্টে টাইগাররা ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ খেলবে। এতে সমান তিনটি ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছয় জাতির এশিয়া কাপে অংশ নেবে, যা হবে আরেকটি বড় মঞ্চ। এ ছাড়া অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বছরের শেষে নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশ আয়ারল্যান্ড সফর করবে। এই সফরে তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যেখানে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং একটি টেস্ট সিরিজ থাকবে। বাংলাদেশের ক্রিকেট দলের জন্য তাই ২০২৫ সালটি অনেক বড় চ্যালেঞ্জের বছর হতে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বিদায় বেলায় ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩ ২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত

সকল