০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ফুটবলে ব্যস্ত বছর

-

ভালো মন্দ মিলে ২০২৪ সাল শেষ করেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন (বাফুফে)। বয়সভিত্তিক পুরুষ ও নারী এবং সিনিয়ার নারী সাফে শিরোপাই ছিল প্রাপ্তি। সাথে যোগ হয় বাফুফের নতুন কমিটির দায়িত্ব নেয়া। ফুটবলের সে কিছু অর্জন গত বছরে হয়েছে তা ধরে রেখে নতুন বছরে আরো ব্যস্ত সময় পার করতে হবে বাফুফেকে। মোটামুটি সারা বছর আন্তর্জাতিক ম্যাচ থাকছে লাল-সবুজদের। তা সিনিয়র জুনিয়র সব মিলেই।
নতুন বছরে আগামীকাল বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচ। আর ফেব্রুয়ারিতে তারুণ্যের উৎসবে ঢাকায় বিদেশী নারী দলের সাথে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা করছে। তবে আনুষ্ঠানিক এএফসির এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু ২৫ মার্চ থেকে। ভারতের মাটিতে সে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন সিঙ্গাপুর , ৯ অক্টোবর হংকং ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে লাল-সবুজদের হোম ম্যাচ। বাকি দুই অ্যাওয়ে ম্যাচ ১৪ অক্টোবর হংকং এবং ২০২৬ এর ৩১ মার্চ সিঙ্গাপুরে। এর বাইরে ফিফা প্রীতিম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। এই ম্যাচগুলোতে বাংলাদেশ খেলাতে পারবে ইংলিশ লিগের হামজা চৌধুরীকে।
এ বছর পুরুষ সাফ ফুটবল হবে। হোম অর অ্যাওয়েতে সাফ কবে শুরু হবে তা ৮ জানুয়ারির সাফের সভা শেষে জানা যাবে। বছর শেষে মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। এর বাইরে ১-১১ জুলাই ঢাকায় হবে অনূর্ধ্ব-২০ মহিলা সাফ। ১৪-২৪ সেপ্টেম্বর হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ মহিলা সাফ। ভেনু এখনও ঠিক হয়নি। পুরুষদের অনূর্ধ্ব-১৯ সাফ ৮-১৮ মে ভারতে হবে। পুরুষদের অনূর্ধ্ব-১৭ সাফের তারিখ ১৭-২৭ অক্টোবর।
এ বছর রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাই পর্ব। আছে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলও। এ ছাড়া এএফসি ক্লাব ফুটবলে এবার কোন ফরমেট দাঁড় করায় এশিয়ান ফুটবল কনফেডারেশন তা দেখার বিষয়। এএফসি প্রতি বছরই নিয়ম ও ফরমেট বদলায়। এখন দেখা যাক কোনো পদ্ধতিতে বাংলাদেশের ক্লাব সুযোগ পায় এএফসির ক্লাব আসরে। এ বছর মহিলা ফ্র্যাঞ্চাইজি ফুটবল চালু করার পরিকল্পনা আছে বাফুফের। আর কমলাপুর স্টেডিয়ামের টার্ফের সংস্কার কাজ শেষ হলেই জুলাইয়ে মহিলা লিগ মাঠে নেয়ার পরিকল্পনা বাফুফের। আর এ মাসে যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম বাফুফে ফিরে পায় তাহলে লিগ ও ফেডারেশন কাপের খেলা ফিরতে পারে দেশের সেরা ফুটবল ভেনুতে।


আরো সংবাদ



premium cement
২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযানে ৫০ মামলা ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

সকল