০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কাবরেরার সাথে কী চুক্তি নবায়ন হবে

-

২০২২ সাল থেকে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হেড কোচের দায়িত্বে হাভিয়ার কাবরেরা। সাফল্য-ব্যর্থতায় কেটেছে তার সময়। গত পরশু ৩১ ডিসেম্বর চুক্তি শেষ হয়ে গেছে এই স্প্যানিশের সাথে। ফলে কার্যত এখন তিনি আর বাংলাদেশ দলের কোচ নন। এখন তার সাথে কি বাফুফে চুক্তি নবায়ন করবে, না কি নতুন কোচ খুঁজবে। বিষয়টি বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এই কমিটির চেয়ারম্যান। এখনো এই কমিটি সভা করেনি। তাবিথ আওয়াল আগে জানিয়েছেন, কোচের মূল্যায়ন চলছে। তার সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অন্য একটি সূত্রে জানা গেছে, বাফুফের হাতে কাবরেরার বিকল্প কোচও আছে কয়েকজন।
একই অবস্থা বাংলাদেশ মহিলা দলের কোচ পিটার জেমস বাটলারের ক্ষেত্রেও। এই ব্রিটিশের সাথেও চুক্তি শেষ হয়ে গেছে ৩১ ডিসেম্বর। তাকেও বাফুফে রাখবে কি না চূড়ান্ত নয়। যদিও বাফুফের মহিলা কমিটি সাবিনাদের সাফ শিরোপা ধরে রাখার এই নেপথ্য নায়ককে রেখে দেয়ার পক্ষে। বাফুফের মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনও তা গতকাল উল্লেখ করলেন। অবশ্য দুই বিদেশী কোচই ছুটি কাটাতে আরো আগেই বাংলাদেশ ছেড়েছেন।


আরো সংবাদ



premium cement