০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নাহিদ রানার তোপে রংপুরের জয়

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের ম্যাচের মতো দ্বিতীয় দিনে ব্যাটিং না হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। আর এই জয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে নুরুল হাসান সোহানের দল। সিলেট স্ট্রাইকার্সকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। ছোট লক্ষ্য হলেও জয়ের জন্য তা সহজ করে দেন রংপুরের বোলাররা। বিশেষ করে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানার ম্যাচসেরা ৪ উইকেট। রংপুরের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১২১ রানেই থেমে যায় সিলেটের ইনিংস। প্রথম দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪০ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জয় পেল রংপুর।
সিলেটের জয়ের লক্ষ্য ছিল ১৫৬ রানের। বিপিএলের এবারে আসরে মিরপুরে যেভাবে রানের নহর বইছে, তাতে কাজটা সহজ ছিল আরিফুল হকের দলের। কিন্তু ব্যাটাররা সেটিও পারলেন না। ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্স। ওপেনিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন নাহিদ রানা। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল শাহ নেন দু’টি করে উইকেট।
টস জিতে এর আগে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। আগের দিন ব্যাট হাতে জ্বলে উঠলেও গতকাল দুই ওপেনার সাইফ হাসান ও খুশদিল শাহ ছিলেন ব্যর্থ। ইফতিখার আহমেদের ৪২ বলে অপরাজিত ৪৭ ও অধিনায়ক নুরুল হাসানের ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ পায় রংপুর। ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল