০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

অবনমনের ঝুঁকিতে বিধ্বস্ত ম্যানইউ

-

সুদিন ফেরা তো দূরে থাক উল্টো সময় যত গড়াচ্ছে ততই অধঃপতনের দিকে ঝুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ আসে কোচ যায়, বনেদি এই ক্লাবটির আর স্বরূপে ফেরা হয় না। পারফরম্যান্সের নিম্নমুখী যাত্রা অব্যাহত রেখে গত পরশু নিজেদের উঠানে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। এখন পড়েছে অবনমনের ঝুঁকিতে। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রুবেন আমোরিমের ক্লাবটির অবস্থান ১৪তম । অবনমন অঞ্চল থেকে কেবল ৭ পয়েন্ট দূরে আছে ক্লাবটি।
রাতের অন্য ম্যাচে ইপ্সউচের বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি। ৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হারের পর এবার ৩১ বছর পর ইপ্সউচের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল ব্লুজরা। অন্য দিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটি ২২ বছরে প্রথম ঘরের মাঠ পোর্টম্যান রোডে জয়ের মধূর স্বাদ পেল। অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলা।

বছরজুড়েই ধুঁকতে থাকা ম্যান ইউ কতটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পরিসংখ্যানেই তার ছাপ স্পষ্ট। বিশেষ করে বছরের শেষ মাস ডিসেম্বরে ছয় হারে ভুলে যাওয়া পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। গত ৬২ বছরে এক মাসে এত ম্যাচে কখনো হারেনি তারা, আর ক্লাবের ১৪৬ বছরের ইতিহাসতে এক মাসে তৃতীয়বারের মতো এতগুলো ম্যাচে হার দেখল রেড ডেভিলসরা। এই মাসে ১৮টি গোল হজম করেছে দলটি, যা ১৯৬৪ সালের মার্চের পর সর্বোচ্চ।
এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে এখন লিগ থেকে অবনমনের শঙ্কায় আছে ম্যানইউ। ইতিহাসে মোট পাঁচবার অবনমিত হওয়া ইউনাইটেড সবশেষ এমন কিছু দেখেছিল ১৯৭৩-৭৪ মৌসুমে। নিউক্যাসলের বিপক্ষে হারের পর ৫১ বছর আগের স্মৃতি ফিরে আসার শঙ্কায় আছেন কোচ আমোরিম। ম্যানইউ কোচ বলেন, আমাদের নিজেদের অবস্থানটা স্বীকার করতেই হবে। লিগের অবস্থা যদি দেখেন, সবাই সবাইকে হারাতে পারে। তাই আমাদের জিততে হবে এবং বিপদ থেকে নিজেদের উদ্ধারে মনোযোগ দিতে হবে। এখানে আমারও দায় আছে। দল উন্নতি করছে না।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল