০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বরিশালের দুর্দান্ত জয়

স্মরণীয় জয়ের পর ফাহিম আশরাফকে জড়িয়ে ধরছেন মাহমুদুল্লাহ রিয়াদ : নাসিম সিকদার -


বৃথা গেল দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে ৯৪ রান, বৃথা গেল এনামুল হক বিজয়ের ৫১ বলে ৬৫ রান, তাসকিন আহমেদের ৩১ রান খরচায় ৩ উইকেট। বরিশালের অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল (৭) ও মুশফিকুর রহীমকে (১৩) রানে ফিরিয়ে জয়ের যে স্বপ্ন দেখেছিল রাজশাহী, সেটিতে জল ঢেলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ (২৬ বলে অপরাজিত ৫৬) ও ফাহিম আশরাফ (২১ বলে ৫৪)। জয়ে ভূমিকা রাখলেন শাহীন শাহ আফ্রিদি (১৭ বলে ২৭), তৌহিদ হৃদয় (২৩ বলে ৩২)। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৭ রান করে রাজশাহী। জবাবে ১৮.১ ওভারেই জয় ৬ উইকেটে ২০০ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

এনামুল হক বিজয়ের সাথে চার-ছক্কায় ঝড় তুলেছিলেন ইয়াসির আলি রাব্বি। তার নব্বই ছাড়ানো ইনিংসে দুই শ’র কাছে পুঁজি গড়েছিল ফরচুন বরিশাল। ওই পুঁজি নিয়ে তাসকিন আহমেদ, জিসান আলমরা শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয় বরিশালকে। পরে চরম বিপাকে থাকা অবস্থায় জ্বলে উঠেন মাহমুদুল্লাহ আর আশরাফ। ১১ বল আগেই ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের প্রথম ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৯৭ রানের বিশাল লক্ষ্যে নেমে প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। জিসান আলমের প্রথম বলেই জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হন এলবিডব্লিøউ। অধিনায়ক তামিম ইকবাল ফেরেন পরের ওভারে। তাসকিন আহমেদকে আপার কাটে এক ছক্কা মারার পর ফুল লেন্থের বলে হন এলবিডব্লিউ।
ক্যারিবিয়ান কাইল মেয়ার্স চারে নেমে থিতু হতে পারেননি। তাসকিনের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন তিনিও। অভিজ্ঞ মুশফিকুর রহীমেরও একই দশা। হাসান মুরাদকে টার্গেট করতে গিয়ে ক্যাচ উঠিয়ে বিদায় নেন ১৩ রান করে। নবম ওভারে মুরাদ থিতু হওয়া হৃদয়কে (২৩ বলে ৩২) তুলে নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল।

পরে মাহমুদুল্লাহ-শাহিন আফ্রিদি মিলে ২৫ বলে যোগ করেন ৫১ রান। ১৭ বলের উপস্থিতিতে ৩ ছক্কায় ২৭ করে তাসকিনের বলেই কাটা পড়েন শাহিন। মাহমুদুল্লøাহ চালিয়ে যান লড়াই, তার সাথে যোগ দিয়ে উত্তাল হয়ে উঠে ফাহিম আশরাফের ব্যাট। একের পর এক ছক্কায় ম্যাচ অতি সহজ করে দেন তারা। তাসকিন ছাড়া আর ভালো মানের কোনো পেসার না থাকাতেই স্লগ ওভারের হিসাব মিলিয়ে উঠতে পারেনি রাজশাহী।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীর শুরুটা হয় বাজে। ২৫ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হারিস। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘোরানো জুটি গড়েন বিজয়-ইয়াসির। তৃতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ১৪০ রান। বিজয় শুরুতে ৩৯ বলে ফিফটি স্পর্শ করলেও তাকে দ্রুত ছাপিয়ে যান ইয়াসির আলী রাব্বি। চার-ছক্কায় ঝড় তুলেন এই ডানহাতি ব্যাটার। রিপন মণ্ডল, তানভির ইসলামদের তুলোধুনো করতে থাকেন তিনি। তানভিরের বল পেছনের পায়ে দাঁড়িয়ে পাঞ্চ করে কাভারের ওপর দিয়ে মারেন দেখার মতন ছক্কা, রিপনকে লং অন দিয়ে উড়ান একাধিকবার। উত্তাল ইনিংসে সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন। শেষ ওভারের শেষ দুই বল স্ট্রাইকে থাকতে পারলে হয়ত হয়েও যেত। তবে সেঞ্চুরি না পেলেও দলকে জেতানোর মতো রান এনে দিয়েছিলেন তিনি, বোলাররা পারেননি নিজেদের কাজটা করতে।

সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী : ২০ ওভারে ১৯৭/৩ (হারিস ১৩, জিসান ০, এনামুল ৬৫, ইয়াসির ৯৪*, বার্ল ৯*, মেয়ার্স ২/১৩, ফাহিম ১/৪২)।
ফরচুন বরিশাল : ১৮.১ ওভারে ২০০/৬ (শান্ত ০, তামিম ৭, হৃদয় ৩২, মেয়ার্স ৬, মুশফিক ১৩, মাহমুদুল্লাহ ৫৬*, আফ্রিদি ২৭, ফাহিম ৫৪*; জিসান ১/৬, তাসকিন ৩/৩১, মুরাদ ২/৪২)।
ফল : ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মাহমুদুল্লাহ রিয়াদ।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল