০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

টিকিট নিয়ে তুলকালাম

-


বিপিএলের টিকিট না পেয়ে আগের দিনই বিসিবির গেটে বিক্ষোভ করেন দর্শকরা। সেই উত্তেজনা ম্যাচের দিন আরো বেশি হলো। বিসিবির মূল গেটে বিপুল দর্শক ভাঙচুরও করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত অক্টোবরে এবার বিপিএলের সব টিকিট অনলাইনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও বিক্ষোভের আগে সেটি জানানো হয়নি। দর্শকদের বিক্ষোভের পর বিসিবি জানায়, ৩০ থেকে ৩৫ ভাগ টিকিট থাকবে অনলাইনে। বাকি টিকিট মধুমতি ব্যাংকের কয়েকটি শাখায় পাওয়া যাবে; কিন্তু ব্যাংকের শাখাতেও পর্যাপ্ত টিকিট না পেয়ে মানুষের ক্ষোভ তৈরি হয়। গতকাল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার উদ্বোধনী ম্যাচের ঘণ্টা দুয়েক আগে মিরপুরে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে জড়ো হয়ে গেট ভাঙার চেষ্টা করেন সমর্থক-ভক্তরা। এই সময় বিক্ষুব্ধ জনতা ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলে। এমনকি আগুন দেয়ার ঘটনাও ঘটে।

পুলিশ পরিস্থিতি সামলাতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়, এ সময় এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। টিকিট নিয়ে উত্তেজনা শুরুর পেছনে তথ্যঘাটতি ও অব্যবস্থাপনা বড় এক কারণ। টিকিট কত ভাগ অনলাইনে, কত ভাগ কোথায় থাকবে তা জানাতে দেরি হয়েছে। রোববার মধুমতি ব্যাংকের কথা জানানো হয়। তবে মিরপুর ১১ নম্বর শাখায় রোববারই টিকিট নিয়ে উত্তেজনা বিরাজ করলে বন্ধ করে দেয়ার খবর চাউর হয়।

না থেকেও ছিলেন সাকিব
নিষিদ্ধ থাকায় ২০১৯ সালের বিপিএল খেলতে পারেননি সাকিব আল হাসান। এর বাইরে প্রতি আসরেই মাতিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ তারকা। সবচেয়ে বেশি চারবার হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেই সাকিব এবার পরিবর্তিত বাস্তবতায় নেই বিপিএলে। চিটাগাং কিংসের স্কোয়াডে তার নাম থাকলেও রাজনৈতিক কারণে তার দেশে আসার সম্ভবনা নেই। সাকিব না থাকলেও তাকে স্মরণ করছেন ভক্তরা। বিপিএলের প্রথম দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে কয়েকজন ভক্তকে দেখা গেল সাকিবকে স্মরণ করে প্ল্যাকার্ড নিয়ে মাঠে এসেছিলেন।

মিরাজের গাড়ি আটকে বিক্ষোভ
বিপিএলের নবম আসরের প্রথম দিনেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা হয়েছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দিয়েও বিক্ষোভ করে। টিম বাসগুলোও ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেনি। দুর্বার রাজশাহীর টিম বাসকে ৪ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে কয়েক দফা।

মুগ্ধ কর্নার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধর স্মরণে বিপিএলের তিন ভেনুতে রয়েছে মুগ্ধ কর্নার। যেখান থেকে বিনামূল্যে পানি পান করতে পারছেন দর্শকরা। গতকাল থেকেই দেখা গেল সেই চিত্র। মাঠের প্রবেশপথেই সব গেটের সামনে রয়েছে মুগ্ধ কর্নার। সবমিলিয়ে শেরে বাংলায় ১১টি বুথ রয়েছে। বিনামূল্যে পানি খেতে পেরে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। এর আগে সব বিপিএলে এক গ্লাস পানির মূল্য ছিল ১০ টাকা। এবার সেটি ফ্রিতে খেতে পারছেন দর্শকরা।

 


আরো সংবাদ



premium cement