ভারতকে হারিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
- ক্রীড়া ডেস্ক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মেলবোর্ন টেস্টে চা বিরতিতে যাওয়ার সময় ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টকে ড্রই মনে হচ্ছিল। ৫৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ ছিল রোহিত শর্মার দলের। কিন্তু শেষ সেশনে নাটকীয়তায় পাল্টে গেল চিত্র। ৩৪ রান তুলতেই সাত উইকেট হারায় সফরকারীরা। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে দারুণ এই জয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।
ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হন মোহাম্মদ সিরাজ। নাথান লিয়নের বল প্যাডে লাগতেই এলবিডব্লিউর জোরাল আবেদনে আঙুল তুলে আউটের সঙ্কেত দিলেন আম্পায়ার। এতেই উল্লাসে মেতে উঠে অস্ট্রেলিয়ার শিবির। অবশ্য ব্যাটসম্যান রিভিউ নেয়ায় সেই আনন্দে কিছুটা সময়ের জন্য বিরতি। কিছুক্ষণ অপেক্ষার পরই রিভিউ অসিদের পক্ষে এলে আবার শুরু উদযাপন। ৩৪০ রানের লক্ষ্য তাড়ায় ভারত গুটিয়ে যায় ১৫৫ রানে। ১৩ বছর পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ২০১১ সালে রোহিত-কোহলিদের হারিয়েছিল অসিরা।
৩৩ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় সেশন নির্বিঘে্ণ কাটিয়ে দেন জশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত। শেষ সেশনে পন্তের বিদায়ের পরই পথ হারায় সফরকারীরা। এর মাঝেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান জয়সওয়াল। তাকে থামিয়ে বড় বাধা দূর করেন কামিন্স। ২০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার বিদায়ের পর ১৫ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় ভারত।
ব্যাট হাতে অসি অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন। আর বল হাতে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
চতুর্থ দিন ৯ উইকেট হারিয়ে ১১৮ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। উইকেটে ছিলেন নাথান লিয়ন ৪১ ও স্কট বোলান্ড ১০ রানে। শেষ দিনের দ্বিতীয় ওভারে দারুণ ডেলিভারিতে লিয়নকে (৫৫ বলে ৪১) বোল্ড করে ২৩৪ রানে অসিদের থামিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। সিরিজে চতুর্থবার পাঁচ উইকেট পূর্ণ করেন ৩১ বছর বয়সী ডানহাতি এই পেসার। সিরিজে তার উইকেট হলো ৩০টি। বছর শেষ করলেন তিনি ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়ে। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫ এর নিচে গড়ে এক পঞ্জিকাবর্ষে অন্তত ৭০ উইকেট নিলেন ৩১ বছর বয়সী এই পেসার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা