আন্তর্জাতিক ট্রেবল জয়ের স্বাদ আর্জেন্টিনার
- মোকাম্মেল ও আহসান
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৯
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, টেনিসসহ জনপ্রিয় সব খেলায় অ্যাথল্যাটসরা বছরজুড়ে বিনোদনে মাতিয়েছেন বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়াপ্রেমীদের। ফুটবলে বছরটা ছিল আর্জেন্টিনা ও স্পেনের। টানা দুই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা প্রথম দল হিসেবে কোপা-বিশ্বকাপ-কোপা জয়ের অনন্য কীর্তি গড়ে। আর দ্বিতীয়বারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো জিতে লা রোজারা। বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ে তর্কবিতর্কের মাঝে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে এই স্বীকৃতি পান স্পেন ও ম্যানচেস্টার সিটির ফুটবলার রদ্রি। পরে ফিফা দ্য বেস্ট ও গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে বছরটা শেষ করেন ভিনি।
টি-২০ বিশ্বকাপের বছরে দক্ষিণ আফ্রিকাকে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে দীর্ঘ ১১ বছরের আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপা খরা ঘুচায় ভারত। টেনিসপ্রেমীদের জন্য বছরটা ছিল অম্ল-মধুর। টেনিস কোর্টকে বিদায় বলে দেন সর্বকালের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল। অন্য দিকে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নোভাক জোকোভিচ পেশাদার ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লাম ছাড়াই বছর শেষ করেন। তবে গ্র্যান্ডস্লাম শিরোপা না পেলেও বছর শেষ করেন অলিম্পিকে স্বর্ণ জেতার অপূর্ণতা ঘুচিয়ে।
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিকে আগমন ঘটেছে ‘নতুন ফেলপসের’। ফ্রান্সের সোনার ছেলে লিঁ মার্শা চারটি স্বর্ণসহ জেতেন পাঁচটি পদক। এতসব বিনোদনের মধ্যেই এ বছর গিনিতে ঘটে হৃদয়বিদারক এক ঘটনা। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে প্রায় ১০০ জন মারা যান।
আন্তর্জাতিক ফুটবলে বছরটা যদি হয় আর্জেন্টিনা আর স্পেনের, তবে ক্ল¬াব ফুটবলে আধিপত্য শুধুই রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা জেতা স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে প্রথম দল হিসেবে ট্রফি জয়ের সেঞ্চুরি করে। সবশেষ ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলে। এ ছাড়া লা লিগা, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ কাপের শিরোপাও জয় করে শতাব্দীর সেরা এই ক্লাবটি। এই বছরই অনেক জল্পনা-কল্পনা শেষে মাদ্রিদে পা রাখেন কিলিয়ান এমবাপ্পে। এ দিকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার লিগ জেতা দলটি সর্বশেষ ১৩ ম্যাচে জিততে পেরেছে মাত্র একবার। সিটির কোচ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় কখনো আসেনি। জার্মানিতে জাভি আলোনসোর অধীনে বায়ার লেভারকুজেন প্রথমবারের মতো বুন্দেসলিগা জয়ের স্বাদ পায়।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। বর্তমানে সৌদি ক্ল¬াব আল নাসরে খেলা আল নাসর তারকা ছুটছেন হাজার গোলের পথে। রোনাদোর ক্লাবের দেশেই প্রথমবারের মতো বসবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আসর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা বিশ্বকাপ আয়োজকের স্বত্ব পেয়েছে সৌদি আরব।
ক্রিকেটে ভালো-মন্দ মিলিয়ে বছর কাটিয়েছে টি-২০’র বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তবে এর মধ্যে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে অপ্রীতিকর এক রেকর্ডেরও সাক্ষী হয় ভারত। ঘরের মাঠে প্রথম কোনো দলের বিপক্ষে ধবলধোলাইয়ের তেতো স্বাদ পায় দলটি।
ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন জেমস অ্যান্ডারসন, ডেভিড ওয়ার্নার, টিম সাউদির মতো তারকা ক্রিকেটাররা। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। এছাড়া টি-২০ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন রোহিত, কোহলির মতো বড় তারকারা।
আগামী টি-২০ বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে গত অক্টোবরে সিকান্দার রাজার বিধ্বংসী সেঞ্চুরিতে (৪৩ বলে ১৩৩) ২০ ওভারে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লেখে তারা। এর আগে গত জুনে সাইপ্রাসের বিপক্ষে টি-২০তে ২৭ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন এস্তোনিয়ার সাহিল চৌহান। তিনি ভাঙেন ২০১৩ আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড।
টেস্টে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। মুলতানে পাকিস্তানের বিপক্ষে গত অক্টোবরে গড়া এই ইনিংসটি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে এক ইনিংসে ৫০০ রান তুলেও ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান।
মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন ভারতের গুকেশ ডোমরাজ। রাশিয়ার গ্যারি কাসপারভের (২২ বছর) রেকর্ড ভেঙে তিনি এখন দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন।
অলিম্পিকে অসাধারণ প্রত্যাবর্তনে আলোড়ন সৃষ্টি করেন আমেরিকার জিমন্যাস্ট সিমোন আরিয়ান বাইলস। মানসিক অসুস্থতার কারণে টোকিও অলিম্পিকের মাঝপথে সরে দাঁড়ানো এই জিমন্যাস্ট প্যারিস অলিম্পিকে ফিরে তিনটি স্বর্ণ জিতে হয়েছেন ইতিহাস সেরা অ্যাথল্যাট। আর দুই স্বের্ণসহ চার পদক জেতা কেটি লেডেকি অলিম্পিকে মোট ১৪ পদক জিতে বসেছেন গ্রেট অলিম্পিয়ান লরিসা লাতিনিনার পাশে।
প্রথম গলফ খেলোয়াড় হিসেবে এক বছরে সাতটি পিজিএ ট্যুর শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্কটি স্কেফলের। অলিম্পিক গলফের স্বর্ণও গেছে তার ঝুলিতে। ২০০৭ সালে এই কীর্তি গড়েছিলেন টাইগার উডস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা