০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

লিটন নয় ঢাকার অধিনায়ক পেরেরা

-

ক’দিন আগেই দুর্দান্ত নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন লিটন দাস। তার নেতৃত্ব টি-২০তে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াটইওয়াশ করেছে বাংলাদেশ। এমন নেতৃত্বের পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল আসন্ন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে দেখা যাবে লিটনকে। তবে সে পথে হাঁটেনি শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। বরং অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে এক বিদেশী ক্রিকেটারকে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লঙ্কান থিসারা পেরেরা। এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।

গতকাল অনুশীলনের আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরেরাকে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন।
নেতৃত্ব পেয়েই সংবাদ সম্মেলনে অবশ্য থিসারা বলেছেন যে, লিটনই ঢাকার ‘মেইন ম্যান’। এ ছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটন-মোস্তাফিজকেই এবারের বিপিএলের বড় তারকা বলেছেন। থিসারা বলেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে স্থানীয় তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত ক’দিন ভালো প্রস্তুতি নেয়া হয়েছে। অন্য দলগুলোকে ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।’
সদ্যই লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। লিটন ব্যাট হাতে ব্যর্থ হলেও তার নেতৃত্ব তুমুল প্রশংসা অর্জন করেছে। থিসারার ভাষায়, ‘লিটন আমাদের দলের মেইন ম্যান (সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য)। সে রান করতে থাকলে থামানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের অ্যাঙ্কারিং রোলে থাকবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।’

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড
দেশী খেলোয়াড় : মোস্তাফিজুর রহমান, লিটন, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান সোহান।
বিদেশী খেলোয়াড় : থিসারা পেরেরা, চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

 


আরো সংবাদ



premium cement