এবার সেঞ্চুরি মুর্শিদার
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১০
এই ম্যাচেই আগেরদিন সেঞ্চুরি করেছিলেন ইস্ট জোনের ওপেনার দিলারা দোলা। গতকাল তার জবাব দিলেন সেন্ট্রাল জোনের ওপেনার মুরশিদা খাতুন। জাতীয় নারী দলের এ ব্যাটারের অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে দুই উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সেন্ট্রাল জোন।
দিলারার ১০২, জান্নাতুল তিথির ৬৫ ও শারমিন সুপ্তার ৬২ রানে প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের হয়ে নাহিদা আক্তার চারটি ও লতা মণ্ডল তিনটি উইকেট শিকার করেন। জবাবটা ব্যাট হাতে ভালোই দেন সেন্ট্রালের ক্রিকেটাররা। ফারজানা লিসা ২৪ ও লতা ২২ রানে ফিরলেও তৃতীয় উইকেটে ১৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুর্শিদা ও নিগার সুলতানা জ্যোতি।
দ্বিতীয় দিন শেষে মুর্শিদা ১২২ রানে ও জ্যোতি অপরাজিত আছেন ৬৪ রানে। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশী হিসেবে প্রথম সেঞ্চুরি করেছিলেন জ্যোতি। প্রথম রাউন্ডে হয়েছিল দু’টি সেঞ্চুরি। দ্বিতীয় রাউন্ডেও এ নিয়ে হলো দু’টি সেঞ্চুরি। ইস্ট জোনের সুরাইয়া চান্দা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পেয়েছেন।
জান্নাতুলের ৫ উইকেট
দিনের অন্য ম্যাচে সাউথ জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে এগিয়ে আছে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ করেছিল ২৩৮ রান। জবাবে ২২০ রানে থামে সাউথের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫৭ রান করেন রুমানা আহমেদ। প্রথম রাউন্ডে ছয় উইকেট পাওয়া জান্নাতুল ফেরদৌস সুমনা এবার শিকার করেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে নর্থ জোন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা