নারী কাবাডিতেও শ্রেষ্ঠত্ব চায় বিজিবি
- রফিকুল হায়হার ফরহাদ
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১০
কপালটা খারাপ বৃষ্টি বিশ্বাস, মেবী চাকমা এবং ছন্দাদের। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের বিপক্ষে প্রথমার্ধে ২০-১৮ পয়েন্টে লিডও নিয়েছিল। এমনকি বিরতির পর এক পর্যায়ে দুই দলের পয়েন্ট ২৮-২৮ হয়ে যায়। এর পরও এবারের বিজয় দিবস কাবাডির সেমিতে জেতা হয়নি বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি নারী কাবাডি দলের। সেমিতে পুলিশের কাছে হেরে বিদায়। ফলে অভিষেকের ম্যাচে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের মহিলা কাবাডির এই নতুন শক্তির।
বাংলাদেশের পুরুষ কাবাডি মানেই বিজিবি। যে কোনো আসরেই তাদের শ্রেষ্ঠত্ব। জাতীয় কাবাডিতে ২৯ বারের চ্যাম্পিয়ন। বাদশা মিয়া, জিয়াউর রহমানসহ বহু গুরুত্বপূর্ণ এবং তারকা খেলোয়াড় জাতীয় দলকে সরবরাহ করেছে। অবশ্য এবারের বিজয় দিবস কাবাডিতে বিজিবির খেলা হয়নি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার জন্য। তবে বিজয় দিবস কাবাডির মাধ্যমে এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক আসরে অংশ গ্রহণ এই সার্ভিসেস টিমটির মহিলা দলের। আর অভিষেকেই যে দারুণ খেলা উপহার দিয়েছেন বৃষ্টি, ছন্দারা তাতে আগামীতে দলটির আরো ভালো করার ইঙ্গিত মিলেছে।
বিজিবি নারী কাবাডি দলের ম্যানেজার মোজাম্মেল হোসেন বেশ আশাবাদী এই নারী দলটি নিয়ে। তার মতে, আমাদের দলে ১৯ জন নারী কাবাডি খেলোয়াড় আছেন। চার মাস হলো দলটি গঠিত হয়েছে। এর পরও বিজয় দিবস কাবাডিতে অভিষেকে তৃতীয় হয়েছি আমরা।’ আরো জানান,‘এখনও আমরা নতুন দল। আরো এক-দুই বছর সময় দিন। দেখবেন আমরাই শিরোপা জিতবো।’
শিরোপা জেতার জন্য এখন থেকেই বিজিবি দলের ভালো ভাবেই প্রস্তুতি। ইতোমধ্যেই জাতীয় দলের তিন খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। এরা হলেন বৃষ্টি বিশ্বাস, মেবী চাকমা এবং ছন্দা। মোজাম্মেল জানান, ‘আমাদের আরো কিছু খেলোয়াড় নেয়ার পরিকল্পনা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে।’ নারী কাবাডি ছাড়াও কারাতে এবং সাইক্লিংয়ের দল আছে তাদের। আগামীতে ভারোত্তোলন এবং হ্যান্ডবলেও নারী দল গঠনের ইচ্ছে বিজিবির। মোজাম্মেল তথ্য দেন ,‘বিজিবি পুরুষ হ্যান্ডবলেও চ্যাম্পিয়ন দল। এখন মহিলা হ্যান্ডবল দলও গঠনের ইচ্ছে আছে। ইতোমধ্যে হ্যান্ডবল জাতীয় দলের তিন খেলোয়াড়কে নিয়েছি আমরা।’
বিজিবি মহিলা কাবাডি দলের কোচ মিতা খাতুন। তিনিও দলের ভালো রেজাল্টের জন্য আরো কিছু দিন সময় চাইলেন। তার মতে, ‘নতুন দল তো আমাদের। এরই মধ্যে এই খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ।’
মহিলা দলের পারফরম্যান্সে অভিভূত পুরুষ বিজিবি দল এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক বাদশা মিয়ার। তার মতে, এরা যেভাবে উন্নতি করেছে এই সময়ের মধ্যে, যে স্কিল দেখেছি তাতে আমি খুবই আশাবাদী বিজিবি মহিলা দলকে নিয়ে।
এবারের আসরে বিজিবি নারী দল প্রথম ম্যাচে ৫৪-১০ পয়েন্টে হারায় জয়পুরহাটকে। সেই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন বৃষ্টি বিশ্বাস। গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপির কাছে ২১-৩২ পয়েন্টে হার। আর সেমিতে পুলিশের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৫-৪১ পয়েন্টে পরাজিত হওয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা