স্মিথের রেকর্ডের দিনে চাপে ভারত
- ক্রীড়া ডেস্ক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১০
টেস্টে ভারতকে পেলেই জ্বলে ওঠার স্বভাব স্টিভেন স্মিথের। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে এবার পেলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। মেলবোর্ন টেস্টে আকাশ দিপের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে অসি ব্যাটারের নামের পাশে জ্বলজ্বল করছিল ১৪০ রান। ভারতের বিপক্ষে এটি তার ১১তম শতক, যা দেশটির বিপক্ষে যেকোনো ক্রিকেটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
গতকাল স্মিথের মাইলফলকের দিনে বিপাকে ভারত। ভালো অবস্থানে থেকে দিন শেষ করার দিকেই ধাবিত হচ্ছিল তারা। দারুণ জমে উঠেছিল বিরাট কোহলি-যশ্বসী জয়সোয়ালের জুটি। তৃতীয় উইকেটে তাদের জুটি পার করেছে একশোর ঘর। এরপর এক পলকেই যেন বদলে যায় দৃশ্যপট। স্বাগতিকদের শেষ বিকেলে পরপর তিনটি উইকেট উপহার দিয়ে আসে সফরকারীরা। ২ উইকেটে ১৫৩ থেকে ভারত দিন শেষ করে ৫ উইকেটে ১৬৪ রানে। অসিদের থেকে এখনো ৩১০ রানে পিছিয়ে আছে রোহিত শর্মারা। ফলো অন এড়াতে তাদেরকে করতে হবে আরো ১১১ রান।
দিনের শেষ অংশে ভারতের ওপর ঝড়ের শুরুটা হয় দুর্দান্ত খেলতে থাকা জয়সোয়ালের ভুতুড়ে রান আউটে। অনসাইডে বল পাঠিয়ে রান নেবো কি নেবো না করতে গিয়ে রান আউটে শেষ হয় ২২ বছর বয়সী ব্যাটারের ৮২ রানের সম্ভবনাময়ী ইনিংস। এক ওভার পরই স্কট বোল্যান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নেমে আকাশ দিপও শিকার হন বোল্যান্ডের। এর আগে অধিনায়ক রোহিতের উইকেট তুলে নিয়ে অন্যরকম এক কীর্তি গড়েন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অসি অধিনায়ক এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ককে আউট করেন। টেস্টে ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশি আউট করার স্বাদ পায়নি। পরে ভারতের দ্বিতীয় উইকেটটিও তুলে নেন এই অলরাউন্ডার। দারুণ এক ডেলিভারিতে লোকেশ রাহুলকে বোল্ড করেন কামিন্স।
এর আগে কামিন্সকে নিয়ে দলকে বড় পুঁজি এনে দেয়ার কাজ সারেন স্মিথ। ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেয়িার সপ্তম উইকেটের ১১২ রানের জুটির ইতি ঘটে ফিফটি থেকে এক রান কম নিয়ে কামিন্স ফিরলে। অধিনায়ক ফেরার পর স্মিথকে যোগ্য সঙ্গ দেন মিচেল স্টার্ক। দলীয় ৪৫৫ রানে জাদেজার বলে স্টার্ক বোল্ড হওয়ার পরপরই ফেরেন ক্যারিয়ারে ৩৪তম সেঞ্চুরি পাওয়া স্মিথ। শেষে দশম উইকেটে আরো ১৯ রান যোগ করে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
৯৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে যথারীতি ভারতের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। তবে এদিন অপ্রীতিকর এক কীর্তিরও মুখোমুখি হতে হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারকে। নিজের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ও ছক্কা হজম করতে হয়েছে এই ফাস্ট বোলারকে। ৪৪ টেস্ট ক্যারিয়ারে এর আগে সর্বোচ্চ এক ইনিংসে ৮৮ রান খরচা করেছিলেন তিনি। ২০২০ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে রান দেয়ার ব্যক্তিগত রেকর্ড মেলবোর্নে ছাপিয়ে গেলেন বুমরাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা