২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফিরে দেখা ২০২৪

হকির বিশ্বকাপে ছাড়পত্র পাওয়া

সাগর-ঝুমার অলিম্পিকে কোয়ালিফাই এবং ঝিনুক ও আদামের স্বর্ণ
-


ফুটবল ও ক্রিকেটের বাইরে ২০২৪ সালটা বাংলাদেশের অন্য ক্রীড়ার অন্য ডিসিপ্লিনের খুব একটা ভালো যায়নি। বলার মতো সাফল্য হাতে গোনা । এর মধ্যে উল্লেখ যোগ্য হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন, সাগর ইসলাম ও ঝুমা আক্তারের প্যারিস অলিম্পিক গেমস ও প্যারা অলিম্পিক গেমসে সরাসরি কোয়ালিফাই করা এবং কারাতেতে আদাম চৌধুরী ও বিশ্ব জুজুৎসুতে ঝিনুকের স্বর্ণ জয়।
ফুটবল ও হকির পর বাংলাদেশের জনপ্রিয় খেলা হকি। এই হকির নিজস্ব একটি স্টেডিয়াম আছে। রয়েছে সব আধুনিক সুযোগ সুবিধা। তবে সেই অর্থে তেমন কোনো সাফল্য নেই। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ৫/৬ এ আটকা। অবশ্য কয়েক বছর আগে যুব অলিম্পিক গেমসে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। খেলতে গিয়েছিল সুদূর আর্জেন্টনায়। তবে বারবার সুযোগ হাতছাড়া হচ্ছিল অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার। অবশেষে এবার সেই সাফল্য ধরা দিলো ওমানের মাসকাটে। স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে মওদুদুর রহমান শুভর দল। আগামী বছর ভারতের চেন্নাইতে হবে এই বিশ্বকাপ। কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই রকিদের এই সাফল্য ক্রীড়া ক্ষেত্রে বিশাল অর্জন। আসরে বাংলাদেশ ওমান, চীন ও থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে। পরে চীনকে হারিয়ে ৫ম হয়ে দেশে ফেরে হকি দল। এই সাফল্য এসেছে হকির বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পরপরই। সাফলতার পরপরই বিজয় দিবস হকি দিয়ে ঘরোয়া হকি চালু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। পুরুষ দলের পর মহিলা হকি দল বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থ হলেও তারা সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ জুনিয়র হকিতে রানার্সআপ হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

ঘরোয়া হকিতে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১২ ম্যাচ ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে ৪ বছর এবং কোচ গোপীনাথানকে আজীবন নিষিদ্ধ করেছিল হকি ফেডারেশন। এরপর আবাহনী ও মেরিনার্সকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এ বছর ছিল প্যারিস অলিম্পিক গেমসের বছর। অলিম্পিক গেমসের ১৫ দিন পর শুরু হয় প্যারালিম্পিক গেমস। দুই গেমসেই বাংলাদেশের দুই আরচার সরাসরি কোয়ালিফাই করে। প্রথমে সাগর ইসলাম সরাসরি কোয়ালিফাই করেন। সাগরের আগে ২০২১ টোকিও অলিম্পিক গেমসে সরাসরি কোয়ালিফাই করেছিলেন রোমান সানা। সগারের পরপরই বাংলাদেশের আরচারীর জন্য সুসংবাদ বয়ে আনেন পঙ্গু হয়ে যাওয়া নারী আরচার ঝুমা আক্তার। তিনিও এই ছাড়পত্র পান। যদিও দুইজনের কেউই এক ম্যাচের বেশি খেলতে পারেননি। প্রথম ম্যাচেই বাদ। ঝুমা অবশ্য ম্যাচটিকে টাইয়ে নিয়ে যান। সেখানেও স্কোর টাই। পরে প্রতিপক্ষের আরচারের ১০ স্কোরটা বেশি ক্লোজ হওয়ায় বাদ পড়তে হয় ঝুমাকে। এর বাইরে অন্যরা তেমন কিছুই করতে পারেননি প্যারিসের দুই অলিম্পিকে।
অলিম্পিক গেমসের ঠিক পরপরই হাঙ্গেরীর বুদাপেস্টে বসেছিল বিশ্বদাবা অলিম্পিয়াড। সেখানে বাংলাদেশের কোনো দাবাড়– তেমন কিছু করতে না পরালেও পরে হাঙ্গেরীর অপর টুর্নামেন্টে ভালো করে আন্তর্জাতিক মাস্টার হন মনন রেজা নীড়। এর পর মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম পান ওয়াদিফা আহমেদ। তবে এই দাবা অলিম্পিয়াডে ইসরাইলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় চলে আসেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। বাংলাদেশের দাবার সবচেয়ে দুঃখের খবর আসে এর আগে। এই রাজীরের বিপক্ষে ম্যাচের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অপর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

এ বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরো দুটি সাফল্য আছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি কুমিতে আদাম চৌধুরী স্বর্ণ এবং ব্যক্তিগত কাতাতে ব্রোঞ্জ পান। সে মাসেই গ্রীসে অনুষ্ঠিত বিশ্ব জুজুৎসুর ঊর্ধ্ব-৭০ কেজিতে বাংলাদেশকে স্বর্ণ এনে দেন জামিলা খাতুন ঝিনুক। এ ছাড়া নাহিদা আহমেদ ইতু ও মুক্তা রৌপ্য এবং আরিফ আহমেদ সুমন ব্রোঞ্জ পান।
কাবাডিতে এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ব্যর্থ হলেও পুরুষ কাবাডি দল ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে টানা চারবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
গলফার সিদ্দিকুর রহমানের দিনকাল ভালো যাচ্ছে না। র‌্যাংকিং ৮৩তে চলে যাওয়ায় এশিয়ান ট্যুরের সব খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
বছরের শুরুতে জাতীয় নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মোর্তুজা, সাকিব আল হাসান, নাজমুল হাসান পাপন, শফিউল আলম চৌধুরী নাদেল, আবদুস সালাম মুর্শেদী, কাজী নাবিল আহমেদ।
তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে হাসিনা সরকারের পদত্যাগের পর এবারও হারান সংসদ সদস্য পদ। এরপর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে রদবদল অন্তর্বর্তীকালীন সরকারের। ৪৫টি ফেডারেশনের সভাপতি বদল করা হয়। ৯ ফেডারেশনে নির্বাচিত কমিটি ভেঙে করা হয় অ্যাডহক কমিটি। ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি বাকি ফেডারেশন গুলোতে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।

 


আরো সংবাদ



premium cement