২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্যাটিং ব্যর্থতায় বিপাকে পাকিস্তান

-

ভালো শুরুর পর আবারো পথ হারানোর ধারাবাহিকতা বজায় রাখল পাকিস্তান। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ধোরাছোঁয়ার মধ্যে রেখে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৯ রান করে তারা। এরপর প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করে দ্রুতই খুইয়ে বসে শন মাসুদরা। দুই ওপেনার মাসুদ ও সাইম আইয়ুব ফেরেন সমান ২৮ রান করে। দলীয় ৭৫ রানে চার রানে আউট হন প্রথম ইনিংসে ফিফটি পাওয়া কামরান ঘুলাম। দ্বিতীয় দিনে আলো স্বল্পতার কারণে খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। দিন শেষে তিন উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৮৮ রান। এখনো দুই রানে পিছিয়ে তারা।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ভুলে বল হাতে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল পাকিস্তান। সেই চেষ্টায় পুরো সফল হতেই পারত সফরকারীরা। তবে শান মাসুদদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার লেজের অংশের ব্যাটাররা। তিন উইকেট হারিয়ে ৮২ রানে দিন শুরু করা প্রোটিয়ারা ২১৩ রানেই আট উইকেটে হারিয়ে ফেলে। সেখান থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকরা আরো ৮৮ রান যোগ করে।

 


আরো সংবাদ



premium cement