২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রান পাহাড়ে চাপা পড়েছে আফগানরা

-

আগের দিন শন উইলিয়ামস ও ক্রেগ এরভিন যেভাবে সাবলিল ব্যাটিং করছিল তাতে বড় রানের আভাসই মিলছিল। শনের সেঞ্চুরির সাথে এরভিন আর ব্রায়ান ব্রেনেটের আরো দুই শতকে আফগানিস্তানকে রান বন্যাতেই ভাসিয়ে দিয়েছে স্বাগতিকরা। ৩৬৩ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে অল আউট হয় ৫৮৬ রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন গাজানফার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে তিন রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। আলো স্বল্পতায় শেষ হওয়া দিনে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তুলেছে আফগানিস্তান। উইকেটে আছেন হাসমতুল্লাহ শাহিদি ১৬* ও রহমত শাহ ৪৯*। আফগানরা পিছিয়ে ৫২৮ রানে।
এর আগে ১৪৫ রান নিয়ে দিন শুরু করা উইলিয়ামস এ দিন ফেরেন ৯ রান যোগ করে। এরপর ব্রেনেটকে নিয়ে জিম্বাবুয়েকে রান পাহাড়ে চাপা দেয়ার কাজ সারেন এরভিন। জিয়া-উর-রহমানের বলে সাজঘরে ফেরার আগে ১০৪ রান করেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক পাওয়া এরভিন। অন্য প্রান্তে ১১০ রানে অপরাজিত ছিলেন ব্রেনেট।


আরো সংবাদ



premium cement