২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছুটছে লিভারপুল ধুঁকছে ম্যান ইউ

-

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো যেখানে হরদম হোঁচট খাচ্ছে, সেখানে লিভারপুলের বৃহস্পতি তুঙ্গে। অল রেডরা সামেন যাকে পাচ্ছে তাকেই দুমড়েমুচড়ে দিচ্ছে। গত পরশু লেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ৩-১ গোলের দারুণ এক জয় পায়। এ নিয়ে লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত আছে আর্নে সøটের দল। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেলসি থেকে এক ম্যাচ কম খেলেই ৭ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। ১৭ ম্যাচে অ্যানফিল্ডের ক্লাবটির পয়েন্ট ৪২। ১৮ ম্যাচে চেলসির সংগ্রহ ৩৫ পয়েন্ট।
এ দিকে নতুন কোচের অধীনে শুরুতে কয়েকটি ম্যাচ ভালো খেলে আবারো হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর রুবেন আমোরিমের শিষ্যরা উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলা ম্যান ইউ আক্রমণে এগিয়ে থাকার পরও ফিনিশিংয়ের দুর্বলতায় জালের দেখা পায়নি, উল্টো এলোমেলো রক্ষণের মাশুল দিতে হয়েছে ক্লাবটিকে। চলতি আসরে এ নিয়ে অষ্টম হারে পয়েন্ট টেবিলের নিম্নমুখী যাত্রা অব্যাহত রাখল ম্যান ইউ। ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
লিভারপুলের অন্যতম কারিগর মোহম্মদ সালাহ। প্রায় প্রতি ম্যাচেই জালের দেখা পাচ্ছেন মিসরীয় এই ফরোয়ার্ড। লেস্টার সিটির বিপক্ষে শেষ গোলটি আসে সালাহর পা থেকে। চলতি আসরে এখন পর্যন্ত ইংলিশ লিগের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের মালিক ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগে ১৬ গোলের সাথে ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।


আরো সংবাদ



premium cement
ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা : চালক গ্রেফতার এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ জন ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৬৭৮ মামলা আইসিটিতে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে : চিফ প্রসিকিউটর চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র পরশুরামে পানিতে ডুবে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু তালতলীতে বিদ্যালয়ের দেয়ালে জয়বাংলা স্লোগান, ক্ষোভ ভারতে কংগ্রেস-আপের ‘সংঘাতে’ মমতার কোনো লাভ হবে জাতীয় ঐক্য একটি দেশ উন্নয়নের মূলভিত্তি : ড. আজাহারী নাজিরপুরে যুবলীগ নেতা শহিদুল গ্রেফতার সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের গভীর চক্রান্ত : রাবি শিক্ষক ফোরাম

সকল