২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফর্মে ফিরতে লিটনকে পরামর্শ সুজনের

-

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালের সদস্য লিটন দাস। এই দলের কোচ খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক লিটন। তার নেতৃত্বে এবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের বিপক্ষে ৩-০তে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে টাইগাররা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেও লিটনের ব্যাটে রান আসেনি। যদিও উইকেটের পেছনে গ্লাভস হাতে ছিলেন দুর্দান্ত। নেতৃত্বও ছিল চমৎকার। কিন্তু তার মূল পরিচয় ব্যাটার। সেই ব্যাট আর হাসছে না। সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৪২ করেছিলেন ভারতের বিপক্ষে। তা সেটা গত অক্টোবরে। এখন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কি ফর্মে ফিরতে পারবেন লিটন। সেই পুরনো রূপে তার ব্যাটে কি চার-ছক্কার ঝড় বইবে।
লিটনের ব্যাটে রান খরা গেলেও তাকে নিয়ে আশাবাদী ঢাকা ক্যাপিটালের কোচ সুজন। বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডারের মতে, আমি মনে করি অবশ্যই তার যোগ্যতা আছে ঘুরে দাঁড়ানোর। ও যে মানের ক্রিকেটার তাকে একাই সে ম্যাচ জেতাতে পারে। আমার বিশ্বাস ওর ভালো সময় আবার তার সঙ্গী হবে। আমিতো মনে করি সে আমার দলের ব্যাটিংয়ে মূল শক্তি।

ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই ব্যর্থ ছিলেন লিটন। টেস্ট চার ইনিংসে ছিল ৮৮। এর মধ্যে সর্বোচ্চ ৪০ রান। ওয়ানডেতে ৬ রান। আর সিরিজ জয়ের টি-২০তে তার মোট সংগ্রহ ৩ ম্যাচে ১৭ রান। খালেদ মাহমুদ সুজন জানান, আমি মনে করি লিটন তার বাজে সময়টা ওয়েস্ট ইন্ডিজে রেখে এসেছে। এখন সে ভালো সময় নিয়েই ফিরবে বিপিএলে।
লিটন অবশ্য ৯ বছরের ক্যারিয়ারে কখনোই রানের ধারাবাহিকতায় ছিলেন না। এই রান পান তো পরে আবার বাজে ফর্মে। বিষয়টি ভাবাচ্ছে সুজনকেও। জানান, লিটনের আসলে যেখানে থাকার কথা সেখানে নেই। এটাই সত্য কথা। এরপর যোগ করেন, মনটা খারাপ হয়ে যায় যখন সে রান করে না। সে রান করলে দেখতে ভালো লাগে। এতে দলেরও উপকার হয়।’
স্বাভাবিক ভাবেই বেশ চাপে আছেন লিটন। তবে সুজনের আশাবাদ লিটন সে চাপ টপকাতে পারবেন। ‘এই চাপ থেকে বের হয়ে আসার মতো ক্রিকেটার সে। যদি মৌলিক বিষয় ঠিক থাকে তাহলে সে এই অবস্থা উতরাতে পারবে। আমি লিটনকে বলবো অতিরিক্ত কিছু না করে ব্যাসিকে ঠিক থাকতে।’ যদিও সুজন মনে করেন হয়তো মানসিকভাবে কোথায় কোন সমস্যা আছে লিটনের। তবে তার সোনালি সময় শেষ হয়ে যায়নি। কঠোর পরিশ্রম করছে সে। হয়তো সেরাটা এখনো দেয়া বাকি। তাকে নিয়ে আরো কাজ করার সুযোগ আছে।

 


আরো সংবাদ



premium cement
৮০ ঘণ্টায় পাঠ করা হলো ফিলিস্তিনি শহীদদের নাম জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন নোয়াখালীতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যা নোয়াখালীতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্ষিক সম্মেলন খালেদা-হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয়’ ভারতে আবারো সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন আমিরে জামায়াত

সকল