দুই শূন্যের পর দিলারার শতরান
- ক্রীড়া প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪২
মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচেই ছিল ইতিহাস। সে রাউন্ডে শতরান করেন মধ্যাঞ্চলের নিগার সুলতানা জ্যোতি। যা ছিল মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম শতরান। পরে তাকে অনুসরণ করেন উত্তরাঞ্চলের ফারজানা হক। সে রাউন্ডে দুই ইনিংসেই ডাক মারেন পূর্বাঞ্চলের দিলারা আক্তার। দুই ইনিংসে কোনো রান করতে না পারা এই ব্যাটার গতকাল ভারমুক্ত হলেন সেঞ্চুরি করে। মধ্যাঞ্চলের বিপক্ষে ১০২ রান করে নিশ্চয়ই ফিরে পাবেন আত্মবিশ্বাস। তাকে অবশ্য থামিয়ে দেন নাহিদা আক্তার। এই তিন অঙ্কের রানের সুবাদে পূর্বাঞ্চলের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩১৬। রাজশাহীর এ এইচ এম কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন শেষে ফারজানা আক্তার ৬ এবং সুরাইয়া ছন্দা ১৩ রানে অপরাজিত আছেন। নাহিদা নেন ৩ উইকেট। জান্নাতুল ফেরদৌসের সাথে ১৫৪ রানের জুটি গড়েন দিলারা। জান্নাতুল করেন ৬৫ রান। এ ছাড়া শারমিন করেছেন ৬২।
রাজশাহীর আরেক ভেনু বাংলা ট্র্যাক ক্রিকেট স্টেডিয়ামে সালমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৩৮ রানে অল আউট উত্তরাঞ্চল। সালমা ১৭ ওভারে ১০ মেডেন দিয়ে ২২ রানে নেন ৩ উইকেট। জবাবে ২ উইকেটে ৫১ রান তোলে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের মিষ্টি রানী ৪৭ এবং অধিনায়ক সোবহানা মোস্তারী ৩১ রান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা