রকির হ্যাটট্রিকে সেমিতে বিমানবাহিনী
- ক্রীড়া প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪১
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল তাদের ৬-৩ গোলে জয় বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে। তাদের এই জয়ে বড় ভূমিকা রাখেন রাকিবুল হাসান রকি। ২২, ২৪ ও ৫৮ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হারের ফলে সেনাবাহিনী গোল পার্থক্যে পিছিয়ে পড়ে সেমিতে উঠতে পারেনি। তাদের টপকে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যপরিষদ।
এ দিকে ‘এ’ গ্রুপের ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে পুলিশকে ৯-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে নৌবাহিনী। এই গ্রুপ থেকে অপর দল হিসেবে সেমিতে উঠেছে বিকেএসপি। আগামীকাল সেমিফাইনাল। দুপুর সাড়ে ১২টায় প্রথম সেমিতে নৌবাহিনী খেলবে বিকেএসপির সাথে। বেলা আড়াইটায় বিমানবাহিনীর প্রতিপক্ষ হকি খেলোয়াড় ঐক্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা