২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীর্ষ দশে মাহেদী

-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০তে ৪ ওভারে ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শেখ মাহেদী হাসান। এমন পারফরম্যান্সের পর আইসিসির টি-২০ বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছিলেন ডান হাতি এই অফ স্পিনার। পরের দুই ম্যাচে নিয়েছেন আরো ৪ উইকেট। পুরো সিরিজে দারুণ বোলিংয়ে তার শিকার মোট ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদান রাখায় হয়েছেন সিরিজসেরাও। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে আলো ছড়িয়ে টি-২০ বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মাহেদী। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ১৩ ধাপ এগিয়েছেন। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছেন ডান হাতি এই অফ স্পিনার। বাংলাদেশের হয়ে এর আগে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও সেরা দশে ছিলেন।

মাহেদীর মতো বোলিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। এক ম্যাচে নিয়েছেন ১৬ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। আরেক পেসার হাসান মাহমুদ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়েছেন। তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৫ নম্বরে।

রিশাদ হোসেনের সময়টা ভালো গিয়েছে। তরুণ এই লেগ স্পিনার ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে। আইসিসির টি-২০ বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। ২১ ধাপ এগোনো রিশাদ বর্তমানে আছেন ১৭ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না থাকায় শরিফুল ইসলাম (৮০) ও মোস্তাফিজ (২৬) পিছিয়ে গেছেন।
পুরো সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন জাকের আলী অনিক। তিন ম্যাচে ১২০ রান করে সবার উপরে ছিলেন তিনি। যেখানে শেষ টি-২০তে চার-ছক্কার বৃষ্টিতে অপরাজিত ৭২ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সে ৮৫ ধাপ এগিয়ে কেন উইলিয়ামসনের সাথে যৌথভাবে ৮৭ নম্বরে জাকের। তবে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস ও তৌহিদ হৃদয়ের।


আরো সংবাদ



premium cement