২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবশেষে জীবনের হ্যাটট্রিক

হ্যাটট্রিককারী জীবনকে অভিনন্দন মিসরীয় মোস্তফার বাফুফে -

চলমান বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের গাম্বিয়ার মোস্তফা দ্রামে ও স্থানীয় সাজ্জাদ হোসেন। এবার হ্যাটট্রিক করলেন রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন। তার ৩ গোলের সাথে ঘানার স্যামুয়েল বোয়েটাং, ফাহিম নূর তোহা এবং মেরাজ হোসেন অপির একটি করে গোল। এতে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া মাঠে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে পুরান ঢাকার দলটি ৬-০তে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। দিনের অপর ম্যাচে কিংস এরিনায় মোহামেডানও পেয়েছে বিশাল জয়। তাদেরও ৬-০তে জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

ফেডারেশন কাপে এটি রহমতগঞ্চের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তাদের কাছে ধরাশায়ী হয়েছিল মোহামেডান। ফলে গ্রুপে শীর্ষে কামাল বাবুর দল। জাতীয় দল থেকে বাদ পড়া মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ১২ মিনিটে এগিয়ে নেন রহমতগঞ্জকে। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইম, ৫৬ ও ৭৫ মিনিটে তিন গোল করেন ঢাকা আবাহনী ছেড়ে রহমতগঞ্জে আসতে বাধ্য হওয়া জীবনকে। চলতি সিজনে এটি তার সপ্তম গোল। লিগে তার গোলসংখ্যা চারটি। তবে তিনি বলতে পারলেন না এর আগে হ্যাটট্রিকটি কত বছর আগে করেছিলেন। শুধু জানান, মনে হয় ৪-৫ বছর আগে এ রহমতগঞ্জের বিপক্ষেই ঢাকা আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেছিলাম। ৫৩ মিনিটে স্যামুয়েল বোয়েটাং এবং ৯২ মিনিটে তোহা আরো দুই গোল করলে হাফ ডজন গোলে জয় হয় রহমতগঞ্জের।

লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান ফেডারেশন কাপে হারের ধাক্কা সামলে বড় জয়েই নকআউটে যাওয়ার লড়াইয়ে ফিরেছে। কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দলটির গোল উৎসবের শুরু ১১ মিনিটে। উজবেকিস্তানের মোজাফরভ গোল করেন প্রথমে। এরপর ১৪ মিনিটে সোলেমান দিয়াবাতে, ৫২ মিনিটে আরিফ হোসেন, ৬৯ মিনিটে রাজু আহমেদ জিসান, ৭৭ মিনিটে সৌরভ দেওয়ান এবং ৮০ মিনিটে জুয়েল মিয়া গোল করেন।


আরো সংবাদ



premium cement
‘আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী’ টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি ‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল

সকল