২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার ২০ দলের সিনিয়র ডিভিশন লিগ

-

জুলাইতে শুরু হওয়া সিনিয়র ডিভিশন ফুটবল বন্ধ হয়ে যায় ৩ আগস্ট। ছাত্র-জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি বাজে দিকে মোড় নেয়ায় আর অব্যাহত রাখা যায়নি সিনিয়র ডিভিশন ফুটবল। তখন পর্যন্ত ৭টি ক্লাব ৬টির মতো ম্যাচ শেষ করেছিল। তবে অসমাপ্ত সেই লিগ আর শুরু করবে না বাফুফে তথা মহানগরী ফুটবল লিগ কমিটি। রাজনৈতিক পটপরিবর্তনে সিনিয়র ডিভিশনের বিভিন্ন ক্লাবে হামলা হয়েছে। দায়িত্ব ছেড়ে সরে গেছেন বিভিন্ন ক্লাব কর্মকর্তারা। নতুন যারা সেই ক্লাবগুলোর দায়িত্বে তারাও আগের ধার দেনার দায় নিচ্ছে না। এই প্রতিকূল পরিস্থিতিতেই বাফুফে বাধ্য হয়েছে অসমাপ্ত লিগটি বাতিল করতে। ফলে এখন নতুন করে শুরু হবে সিনিয়র ডিভিশন লিগ। এই লিগ দিয়েই মাঠে ফুটবল নিয়ে যাবে বর্তমান মহানগরী ফুটবল লিগ কমিটি। গত লিগে ১৮টি দলের অংশগ্রহণ থাকলেও এবার ২০ দলের লিগ। গত লিগ খেলতে না পারা সাইফ স্পোর্টিং জুনিয়র এবং ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নিয়েই লিগ করার পরিকল্পনা। জানান লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। না হলে ১৮ দলের লিগ। তবে মাঠ সঙ্কটে লিগ কবে শুরু হবে তা বলতে পারলেন না তিনি।

 


আরো সংবাদ



premium cement