২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোর্ডার-গাভাস্কার সিরিজে বাংলাদেশের আম্পায়ার

-

অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে আছে বাংলাদেশও। লাল-সবুজের প্রতিনিধি হয়ে আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার আগামীকাল মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারিংয়ে থাকছেন। ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।
মাঠে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারায় সম্প্রতি দারুণ প্রশংসিত হয়েছেন সৈকত। বাংলাদেশী এই আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়ে খুব কমই সফল হতে দেখা গেছে ক্রিকেটারদের। গত মাসে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ডারবান টেস্টে দুই দলের ব্যাটারদের নেয়া আটটি রিভিউর সব ক’টিতেই সৈকতের নেয়া সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হয়।


আরো সংবাদ



premium cement