২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কে পাচ্ছে এনসিএল প্রথম শিরোপা

ট্রফি নিয়ে ফটোসেশনে ভিন্ন ভঙ্গিতে রংপুর ও ঢাকা মেট্রোর অধিনায়ক : বিসিবি -


ঘরোয়া ক্রিকেটে টি-২০ নানা ধাপ পেরিয়ে এখন পৌঁছে গেছে শিরোপা লড়াইয়ে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর। লিগ পর্বেও এই দুই দলই ছিল সবার ওপরে। পরে প্লে অফের বাধা পেরিয়ে ফাইনালেও উঠেছে তারা। প্রথম চ্যাম্পিয়ন হয়ে কে নাম লিখাবে রেকর্ডের খাতায় প্রতিযোগিতা সেটিরও।
ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘মাঠে চাপ নিয়ে খেলব, এভাবে চিন্তা করি নাই। টুর্নামেন্টের প্রথমেই দলকে বলেছি, আমরা একটা একটা করে ম্যাচ যাবো। লম্বা কিছু চিন্তা করব না। শুধু একটা একটা করে ম্যাচ শেষ করব। এরকম একটি দল থাকলে কাজটা সহজ হয়ে যায়। প্রথম চ্যাম্পিয়ন কে না হতে চায়।’

এই টুর্নামেন্টে নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাঈম। ৯ ইনিংসে ১৩৬.৮০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩১৬ রান করেছেন। যদিও নিজের কৃতিত্ব নিতে রাজি নন নাঈম। তার ভাষ্য, দলের সবাই মিলেই এগিয়ে দিয়েছেন। ফাইনালেও ভরসা রাখতে চান সতীর্থদের ওপর। ‘মাঠে যে পরিস্থিতি আসুক আমি নিজে ওপর থেকে চেষ্টা করছি টপ অর্ডার ব্যাটার হিসেবে। দলের নেতা হিসেবে একটা দায়িত্ব থাকে সেটাই করে যাচ্ছি। আমার দলে ৬-৭ জন ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার আছে। একেকজন একেক দিন ভালো করেছে। টি-২০তে ছোট দল বা বড় দল বলে কোনো কথা নেই। মাঠে যারা ভালো করবে তারাই ফল পাবে। চেষ্টা আছে মাঠে সেরাটা দেয়ার।’
এই টুর্নামেন্টে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন আকবর আলি। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের দুই নম্বরে আছে তারা। তিনিও তাকিয়ে আছেন দলের সবার দিকে। স্বল্প সময়ের ক্রিকেটে সুযোগটা কাজে লাগাতে চান রংপুর অধিনায়ক, ‘ফাইনাল খেলাকেও স্বাভাবিক হিসেবে চিন্তা করছি। আমার মনে হয় আমাদের দল অনেক ভালো করছে। একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করার দরকার তাই আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-২০ খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোনো কথা আছে। কারণ সংক্ষিপ্ত ফরম্যাট। খুব অল্প সময়ের খেলা যারা মোমেন্টাম ধরে রাখতে পারবে তারাই ভালো করবে। প্রথম চ্যাম্পিয়ন হিসেবে রংপুরকেই এগিয়ে রাখছি। সুপার ফোরে একবার তাদের হারিয়ে বিশ্বাসটা জন্মেছে। তবে দিনটি আমাদের হতে হবে।’

প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনাল নিশ্চিত করে রংপুর। আকবর আলির দল ৪ উইকেটে হারায় মেট্রোকে। প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মেট্রো। তারা জিতেছিল সাত ম্যাচের সবকটিতে। দুইয়ে থাকা রংপুর জয় পেয়েছিল পাঁচটিতে। জয়যাত্রা থামলেও শিরোপানির্ধারণী মঞ্চে জায়গা করে নেয়ার আরেকটি সুযোগ ছিল মেট্রোর। সেটা কাজে লাগিয়েছে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩৮ রানে জিতেছে নাঈম শেখের দল।
সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া একরকম নিশ্চিত মেট্রোর নাঈমের। তিনি ৯ ম্যাচে ১৩৬.৮০ স্ট্রাইক রেটে ৩১৬ রান করে শীর্ষে। দুইয়ে সিলেট বিভাগের জিশান আলম ৭ ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রান ও তিনে আছেন ৮ ম্যাচে ১২৬.০৭ স্ট্রাইক রেটে ২৬৬ রান করা খুলনার নুরুল হাসান সোহান ।
সর্বোচ্চ উইকেটশিকারির স্থান দখলের লড়াই অবশ্য জমজমাট। বাদ পড়া চট্টগ্রাম বিভাগের আহমেদ শরিফ ৮ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে আছেন এক নম্বরে। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রংপুরের আলাউদ্দিন বাবু (৮ ম্যাচে ৫.৭৪ ইকোনমিতে ১৬ উইকেট)। এরপর আছেন মেট্রোর রকিবুল হাসান (৯ ম্যাচে ৫.৯৭ ইকোনমিতে ১৪ উইকেট)।

চ্যাম্পিয়ন ২০ লাখ রানার্স আপ ১০
ফ্র্যাঞ্চাইজি লিগের মতো অর্থের ছড়াছড়ি নেই এনসিএল টি-২০তে। তবে বেশ কয়েকটি পুরস্কার থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। রানার্সআপ ১০ লাখ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন এক লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে।


আরো সংবাদ



premium cement