২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন বিপিএলে নতুন আশা

বিপিএল টি-২০-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঞ্চে উপস্থিত জুলাই বিপ্লবে আহত কয়েকজন : নাসিম সিকদার -

মাঠে খেলা শুরুর এক সপ্তাহ আগে বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বিপিএল মিউজিক ফেস্টে প্রধান অতিথি হিসেবে নতুন আসরে নতুন কিছুর আশার কথা বলেন তিনি।
বিকেল ৪টার কিছুক্ষণ আগে শুরু হওয়া ফেস্টে প্রথমে গান পরিবেশন করে ‘এভয়েড রাফা’ ব্যান্ড। এরপর ২০ মিনিটের বিরতি। পরে স্বাগত বক্তব্য দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন আসিফ মাহমুদ। এসময় অভিনব সব উদ্যোগে বিপিএলকে নতুন করে সাজিয়ে তোলার কথা বলেন তিনি। ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। মাঠের খেলাও উপভোগ্য করতে বিসিবি অনেক কাজ করছে। এই উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টাও (মুহাম্মদ ইউনূস) সরাসরি যুক্ত। এবারের বিপিএল নতুন বাংলাদেশে একটি নতুন বিপিএল হিসেবে উপভোগ্য হবে। প্রধান ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় থিম সং, গ্রাফিতি উন্মোচন করেছি।’
উদ্বোধন ঘোষণার পর জুলাই গণ আন্দোলনে আহতদের মঞ্চে ডেকে নেয়া হয়। এসময় গণ আন্দোলনে প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। এরপর গান পরিবেশন করেন সঞ্জয়, জেফার ও মুজা, রাহাত ফতেহ আলি খান ও তার দল।

এক গানে বিসিবির খরচ ২ কোটি, রাহাতের কত?
ভারতের সঙ্গীতশিল্পী ও সুরকার এ আর রহমানকে দিয়ে মাত্র একটি গান করিয়ে দুই কোটি টাকা খরচ দিয়েছিল বিসিবি। এবার পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলি খানকে এক কনসার্টের জন্য দেয়া হচ্ছে সাড়ে তিন কোটি টাকা।
ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভুল্যুশন’ কনসার্ট মাতিয়েছেন পাকিস্তানের সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে পারফর্ম করেছেন বিখ্যাত এই শিল্পী। এ জন্য বাংলাদেশের মানুষের কাছ থেকে বিপুল বাহবা কুড়িয়েছেন তিনি। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় যখন রাহাত ফতেহ আলি কাওয়ালিতে ঢাকা মাতাচ্ছেন তখন বিসিবির আটজন পরিচালক সিদ্ধান্ত নেন তাকে বিপিএল মিউজিক ফেস্টের জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক দেবেন। করাচিভিত্তিক মিডিয়া থেকে জানা যায়, বিদেশে কনসার্টের জন্য ফতেহ আলি ৮০ লাখ থেকে এক কোটি টাকা নিয়ে থাকেন। সেখানে বিসিবি দিচ্ছে প্রায় চার গুণ। অবশ্য একটি ব্যাংক পাঁচ কোটি টাকা দিচ্ছে।


আরো সংবাদ



premium cement