২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জ্যোতির পর ফারজানারও সেঞ্চুরি

জ্যোতির পর ফারজানারও সেঞ্চুরি -

নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন মধ্যাঞ্চলের নিগার সুলতানা জ্যোতি। সেই রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে তিন অঙ্ক ছুঁয়ে তার পাশে বসেন উত্তরাঞ্চলের ফারজানা হক পিঙ্কিও। তাদের অসামান্য অর্জনের দিনে ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।
নিগারের ১৫৩ রানের জবাবে ফারজানার ১০২
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফল আসেনি উত্তরাঞ্চলের ও মধ্যাঞ্চলের। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। জবাবে নিগারের সেঞ্চুরির সৌজন্য ৮ উইকেটে ৩৮৭ রান করে সেন্ট্রাল জোন।

১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফারজানা ও ইশমার বড় জুটিতে ১ উইকেটে ২০৪ রান করে নর্থ জোন। ফারজানার সেঞ্চুরি হতেই ড্র মেনে নেয় দুই দল। একমাত্র ইনিংসে ২৫৩ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার। লাল বলে প্রথম শতক ছোঁয়া ইনিংসে ২০ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। ২১৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে পরের পঞ্চাশ করতে তার লাগে ৩৮ বল। উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রান খরচায় ৬ উইকেট নেন অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৯০ রানের জুটি গড়েন নর্থ জোনের দুই ওপেনার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিশা বিশ্বাসের বলে ক্যাচ আউট হন ইশমা। ১৭১ বলে ৮ চারে ৯০ রান করেন তিনি। এক ওভার পর দিশার বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছান ফারজানা। ২২৬ বলে ১২ চারে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও তিনি করেন ৮৬ রান। দেড়শ’ ছোঁয়া ইনিংস খেলে ম্যাচ সেরা জ্যোতি।

রাবেয়ার অলরাউন্ড নৈপুণ্যে সাউথ জোনের জয়
রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমি মাঠে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারায় দক্ষিণাঞ্চল। মাত্র ৯ রানের লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেছে তারা। প্রথম ইনিংসে ইস্ট জোন করে ১৯৩ রান। পরে আয়েশা রহমান, রুবাইয়া হায়দার, রাবেয়ার সত্তর ছোঁয়া ইনিংসে সাউথ জোন করে ৩৪৭ রান। ১৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে রাবেয়ার বোলিংয়ে ১৬২ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। সাউথ জোনের প্রথম ইনিংসে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আয়েশা। ১৫৪ বলে ১৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ওপেনার। এ ছাড়া রুবাইয়া ১১৪ বলে ৮২ ও রাবেয়া করেন ৯৬ বলে ৭০ রান।
পরে রাবেয়ার স্পিন পরীক্ষায় পড়ে ইস্ট জোন। ১৯ ওভারে ৯ মেইডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন তরুণ লেগ স্পিনার। ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন তাজ নেহার। প্রথম ইনিংসে ৮৮ রান করা শারমিন আক্তার দ্বিতীয় ইনিংসে করেন ৪২ রান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাউথ জোনের অধিনায়ক রাবেয়া।


আরো সংবাদ



premium cement