২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইতিহাস গড়ে প্রোটিয়াদের ধবলধোলাই পাকিস্তানের

-

ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় অতিক্রম করছে পাকিস্তান। ৫০ ওভারের ক্রিকেটে টানা পাঁচ সিরিজ জেতা দলটির সাফল্যে যোগ হলো আরো একটি অর্জন। গত পরশু ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে তাদের ডেরাতেই প্রথম দল হিসেবে ধবলধোলাইয়ের লজ্জা দিলো মোহাম্মদ রেজোয়ানরা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ৩৬ রানে জয় পেয়ে বছরটা ইতিহাস গড়েই শেষ করল পাকিস্তান। সাইম আইয়ুবের দুর্দান্ত সেঞ্চুরির পর সুফিয়ান মুকিমের স্পিন বিষে (৪/৫২) নাকাল হয়ে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হয় টেম্বা বাভুমার দল। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৯৪ বলে ১০১ রানের ইনিংস খেলা সাইম আইয়ুবই হন ম্যাচসেরা। সিরিজে ২৩৫ রান করে সিরিজ সেরার পুরস্কারও যায় এ ওপেনারের হাতে। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায়।

এর আগে দক্ষিণ আফ্রিকায় দুইবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান। ২০১৩ ও ২০২১ সালের ওই দুই সিরিজে একটি করে ম্যাচ হারায় প্রোটিয়াদের ধবলধোলাই করার সুযোগ হারায় তারা। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করেনি রেজোয়ান-বাবররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে আসন্ন চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিও ভালোভাবেই সেরে নিলো টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
ম্যাচসেরার সাথে সিরিজ সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত সাইম। পাকিস্তানের ওপেনার বলেন, এটা আমার জন্য বিশেষ কিছু, কারণ আমরা জিতেছি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। এ পুরস্কারও দলের সবার জন্য। তারা সবাই আমাকে এ পুরস্কার জিততে সাহায্য করেছে। তরুণ খেলোয়াড় হিসেবে আমি প্রতিটি ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement