ফাইনালে রংপুরের সঙ্গী ঢাকা মেট্রো
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৪
টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে দেখা গিয়েছিল রান বন্যা। জাতীয় লিগ টি-২০র প্লে অফ রাউন্ডে এসে সেটি আর দেখা গেল না। মন্থর বোলিং সহায়ক ঘরোয়া উইকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হলো লো স্কোরিং। তাতে নাঈম শেখের ফিফটি গড়ে দিলো ব্যবধান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংগ্রহটা বড় হলো না ঢাকা মেট্রোর। তবে অল্প পুঁজি নিয়েই দারুণ বোলিং করলেন আলিস আল ইসলাম, রকিবুল হাসানরা। ছোট লক্ষ্যে মুখ থুবড়ে পড়ল খুলনার ব্যাটিং। সহজ জয়ে খুলনাকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করল ঢাকা মেট্রো। তাতে শিরোপা লড়াইয়ে রংপুরের সঙ্গী হলো মেট্রো। সুপার ফোরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর হারিয়েছিল এই মেট্রোকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মাত্র ১১৯ রানের পুঁজি নিয়েও ৩৮ রানে খুলনা বিভাগকে হারিয়েছে ঢাকা মেট্রো। ১২০ রান তাড়া করতে গিয়ে এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান সমৃদ্ধ খুলনার ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে মাত্র ৮১ রানে। আগামীকাল ফাইনালে ঢাকা মেট্রো লড়বে রংপুর বিভাগের বিপক্ষে।
শুরুতেই খুলনার ইনিংসে হানা দেয় বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অফ স্পিনার আলিস আল ইসলাম হয়ে উঠেন দুর্বোধ্য। মারুফ মৃধা, আবু হায়দার রনিরাও দলের চাহিদা মেটানো বল করলে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে খুলনা। এরপর টেনেটুনে তারা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।
মোসাদ্দেক সৈকত ১৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। মারুফ আর রকিবুল নিয়েছেন দু’টি করে উইকেট। ১ উইকেট পেলেও আলিস ছিলেন অসাধারণ। তার ৪ ওভার থেকে মাত্র ৫ রান তুলতে পেরেছে খুলনা, ২৪ বলের মধ্যে ১৯টাও ডট করেছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে ঢাকা মেট্রোর ইনিংস এগিয়ে নেন টুর্নামেন্ট জুড়ে ছন্দ দেখানো নাঈম শেখ। ইমরানুজ্জামানকে নিয়ে ওপেনিং জুটিতে ৪০ রান আনেন তিনি। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে মেট্রো। তবে নাঈম টিকে যান ১৮তম ওভার পর্যন্ত। ৬ চার, ১ ছক্কায় করেন ৫৩ বলে ৫৭ রান। মন্থর উইকেটে তার ওই ইনিংসই গড়ে দেয় পার্থক্য।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো : ১১৯/৮ (ইমরানউজ্জামান ১৪, নাঈম ৫৭, শামসুর ২, মার্শাল ৪, সাদমান ৮, মোসাদ্দেক ১, আবু হায়দার ০, শহিদুল ১৬, রকিবুল ৮*, আলিস ১*; মাসুম ২/১৬, মোস্তাফিজ ১/৩৫, পারভেজ ২/১৭, মেহেদি ২/১৮)।
খুলনা : ১৭.৪ ওভারে ৮১ (আজিজুল ০, এনামুল ১৬, ইমরুল ০, মিঠুন ১, সোহান ২২, নাহিদুল ৬, পারভেজ ১৫, মাসুম ১৬, জায়েদ ০, মেহেদি ০, মুস্তাফিজ ২*; রকিবুল ২/১৬, আলিস ১/৫, মোসাদ্দেক ৩/১৩, শহিদুল ১/১৫, মারুফ ২/২০)।
ফল : ঢাকা মেট্রো ৩৮ রানে জয়ী
ম্যাচ সেরা : রকিবুল হাসান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা