সফরটা দারুণ কাটল গাজানফারের
- ক্রীড়া ডেস্ক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বছর ৭ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় আল্লাহ মোহাম্মদ গাজানফারের। অভিষেক সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা চমৎকার কাটল এই অফ স্পিনিং বোলারের। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২ মেডেনসহ ২০ রানে ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে নিজের ঝুলিতে অভিষেক উইকেট পুড়েন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তো রেকর্ডবুকেই নাম তুললেন গাজানফার। করলেন ক্যারিয়ারসেরা বোলিং। ৬.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে টাইগার ৬ ব্যাটারকে সাজঘরের পথ দেখান।
বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ৬ উইকেট নিয়ে ছেলেদের ওয়ানডেতে তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হয়ে গেলেন এই অফ স্পিনার। ১৯৯০ সালে এই শারজাতেই ১৮ বছর ১৬৪ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। আর ১৮ বছর ২৩১ দিনে ২৬ রানেই ৬ উইকেট পেয়েছেন গাজানফার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হয় পরিত্যক্ত। সেই ম্যাচে বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেট। আর সিরিজের শেষ ম্যাচে ১০ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। আফগানিস্তান গত পরশু শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করে গাজানফার ও রশিদ খানের তোপে ৩০.১ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মামুলি লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ২-০তে সিরিজ জিতে নেয় আফগানরা। সিরিজসেরা হন সেদেকুল্লাহ আতাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা