বার্সাকে হারিয়ে শীর্ষে অ্যাথলেটিকো
- ক্রীড়া ডেস্ক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
বার্সেলোনার মাঠে এক নাটকীয় জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে পেদ্রির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দিয়েগো সিমেওনির দলকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। নির্ধারিত সময় শেষ হয় ওই ১-১ সমতায়। চলছিল যোগ করা সময়ের খেলা। আচমকাই বার্সেলোনার জালে বল পাঠাল আলেকজান্ডার সরলথ। নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল অ্যাথলেটিকো। প্রায় দুই মাসের ব্যবধানে তাদেরকেই পেছনে ফেলে শীর্ষে উঠল দিয়েগো সিমেওনের দল। ২০০৬ সালের পর বার্সেলোনার মাঠ থেকে লিগ ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে ফিরল মাদ্রিদের দলটি। অর্থাৎ, ১৮ বছর পর হোম ম্যাচে অ্যাথলেটিকোর কাছে হারল বার্সা।
ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন আগের ম্যাচে হ্যাটট্রিক করা গ্যাব্রিয়েল জেসুস এবার পেলেন জোড়া গোল। আর্সেনালের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম গোলের পর ইসমাইল সারের গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। এরপর শুরু গানারদের পালা। দ্বিতীয় গোল করলেন জেসুস, এরপর কাইল হাভার্টজ, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও প্যালেসের জালে শেষবার বল স্পর্শ করান ডেকলাইন রাইস। এ জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ব্লুজদের চেয়ে আরো এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যামের মাঠ থেকে ১-১ সমতা নিয়ে ফিরেছে ব্রাইটন। ইপ্সউইচ টাউনকে তাদেরই মাঠে আলেকজান্ডার ইসাকের হ্যাটট্রিকের সুবাদে ৪-০তে জয় নিয়ে ফিরেছে নিউক্যাসল ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্ট ২-০তে হারায় ব্রেনফোর্ডকে।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য ছিল বার্সেলোনার। সেই সুবাদে পেদ্রির গোলে ৩০ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। গাভিকে পাস দিয়ে বক্সে ঢুকে ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ২২ বছর বয়সী স্প্যানিশ এ মিডফিল্ডার। ৬০ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরায় অ্যাথলেটিকো। বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে বল পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। ম্যাচ যখন ড্র’র দিকে এগুচ্ছিল, নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সমর্থকদের স্তব্ধ করে দেন সরলথ। বার্সার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মোলিনার পাস থেকে বল পেয়ে প্রথম স্পর্শে জালে পাঠান নাইজেরিয়ান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে সফরকারীরা।
লিগে টানা সাত ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে বছর শেষ করল অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এ জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো অ্যাথলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা