সোলেমানের সাথে আল আমিনের লড়াই
সর্বোচ্চ গোলদাতার দৌড়- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
বিদেশী মুক্ত দল ঢাকা আবাহনী। অর্থ সঙ্কটে কয়েক ক্লাব বিদেশী কোটা পূরণ করতে পারেনি। এটি দেশী ফুটবলারদের বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছেন বাংলাদেশী ফুটবলাররা। চলছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ। লিগে চারটি করে ম্যাচ শেষ করেছে ক্লাবগুলো। ফেডারেশন কাপে কোনো দল একটি, কোনো দল দুই খেলা শেষ করেছে। তবে লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আছেন মোহামেডানের সোলেমান দিয়াবাতে এবং বাংলাদেশ পুলিশের আল আমিন। মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। মালির এ স্ট্রাইকার অনেক দিন ধরেই সাদাকালো জার্সিতে। নিয়মিত গোল করছেন। তবে এবার এ আফ্রিকান ফুটবলারটির জন্য সর্বোচ্চ গোলদাতার লড়াই বাধা হয়ে দাঁড়িয়েছেন আল আমিন। দুইজনই লিগে গোল করেছেন ৫টি করে। লিগ ও ফেডারেশন কাপ মিলে যে কয়টি গোল হয়েছে তাতে স্থানীয়রা ৩৮টি এবং বিদেশীরা ৩৩টি গোল করেছেন।
বলতে গেলে প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন এ দুই জন। দুই স্ট্রাইকারের লিগের ম্যাচে প্রথম সাক্ষাৎ ২০ ডিসেম্বর। ওই ম্যাচে গোল পেয়েছেন দুই জনই। সে খেলায় মোহামেডান ৩-১ গোলে হারায়। সোলেমানের গোলের শুরু ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই খেলায় সাদাকালোদের ৬-০তে জয়ে জোড়া গোল ছিল আফ্রিকান এ ফুটবলারের। এরপর বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় ভূমিকা রাখেন জয়সূচক গোলটি করে। পরবর্তীতে ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি তার।
এবারই প্রথম ঢাকার ফুটবলে শীর্ষ পর্যায়ে গোল পাচ্ছেন আল আমিন। লিগের প্রথম ম্যাচে পুলিশ অবশ্য হেরেছিল ব্রাদার্সের সাথে। সেই ম্যাচে গোল পাননি তিনি। এরপর একে একে গোলের দেখা পাওয়া ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। দুই ম্যাচেই তার দু’টি করে গোল। চার ম্যাচে ৫ বার তার বিপক্ষ জালে বল পাঠানো। সর্বশেষ মোহামেডানের বিপক্ষেও গোল তার। আল আমিন ও সোলেমান অবশ্য এখন পর্যন্ত ফেডারেশন কাপে গোল পাননি। অভিজ্ঞ সোলেমানের সাথে শেষ পর্যন্ত গোলের লড়াইয়ে কি টিকে থাকতে পারবেন উঠতি আল আমিন।
সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে সোলেমান ও আল আমিনের গাঢ়ে গরম নিঃশ্বাস ফেলছেন নাবিব নেওয়াজ জীবন। তার গোল সংখ্যা ৪টি। জাতীয় দল থেকে বাদ পড়া এ স্ট্রাইকার ব্রাদার্স, বসুন্ধরা কিংস এবং চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করেছেন। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তার জোড়া গোল।
দু’টি করে গোল করেছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন ও ফর্টিস এফসির পিয়াস আহমেদ নোভা। নোভার জোড়া গোল ইয়ংমেন্সের বিপক্ষে। রাকিব দুইবার বল পাঠান চট্টগ্রাম আবাহনীর জালে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা