আজ শুরু বিজয় দিবস হকি
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১১
পটপরিবর্তনের পর স্থবির হকি সচল হচ্ছে আজ থেকে। নতুন কমিটির ঐকান্তিক ইচ্ছায় প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ছয় দলের বিজয় দিবস হকি প্রতিযোগিতা। দলগুলো হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি ও হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। উদ্বোধনী দিন বেলা ২.১৫ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবেন বিকেএসপির নতুন হকি সেনারা। ফাইনাল হবে ৩০ ডিসেম্বর।
গতকাল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাহফে সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা ভবিষ্যতে কোনো বিরতি ছাডাই হকি চালাতে চাই। বিজয় দিবস হকি সেটির প্রথম পদক্ষেপ। প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ্ঐক্য পরিষদ দলটি গঠিত হয়েছে। তারা একটি দল হিসেবে খেলার জন্য অনুরোধ করার পর অনুমতি দিয়েছি। তাদের উদ্যোগকে স্বাগত জানাই, কারণ এটি খেলোয়াড়দের মাঠে ফেরাবে। ক্লাবগুলো প্রস্তুতির অভাবে অংশ নিচ্ছে না।’
হকি মানেই একঘণ্টার খেলা তিন ঘণ্টায়ও শেষ না হওয়া। আম্পায়াররা অসহায় ক্লাব কর্মকর্তা কিংবা বাহিনীর কাছে। নতুন সেক্রেটারি জানালেন, ‘এবার আম্পয়ারদের থাকছে ফুল পাওয়ার। নিয়ম অনুযায়ীই তারা স্বাধীনভাবে বাঁশি বাজাবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা