২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সবার আগে ইংল্যান্ড দল

-

বহু নাটকীয়তায় ঘেরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টির আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। তবে এরই মধ্যে সবার আগে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জস বাটলারকে অধিনায়ক করা দলে এক বছরেরও বেশি সময় পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছেন জো রুট। ২০২৩ সালের পর বাটলারও খেলেননি কোনো ওয়ানডে। চোটের কারণে ডাক পায়নি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। হ্যামস্ট্রিংয়ের চোটে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় স্টোকসকে দলে রাখা হয়নি বলে নিশ্চিত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।


আরো সংবাদ



premium cement