২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

রংপুরের তানবীর হায়দারের জয়োল্লাস : বিসিবি -


আমিনুল ইসলাম বিপ্লবের বল লেগ সাইডে খেলে অনায়াসে সিঙ্গেল নিলেন তানবীর হায়দার। রান পূর্ণ করেই তিনি মাতলেন উল্লাসে। ডাগআউটে থাকা তার সতীর্থরাও উৎসব করে মাঠের ভেতরে ঢুকতে লাগলেন। এমন দৃশ্যের অবতারণা হবে নাই বা কেন! ঢাকা মেট্রোকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল রংপুর বিভাগ।
ক্রিকেটারদের টি-২০ ফরম্যাটে বাড়তি সুযোগ করে দেয়ার লক্ষ্যে এবার প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এনসিএল টি-২০ টুর্নামেন্ট। যেখানে টানা সাত ম্যাচ জিতে সুপার ফোরে ওঠা ঢাকা মেট্রোর জয়যাত্রা থামিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর বিভাগ। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা মেট্রোর সংগ্রহ ছিল মাত্র ১০৭ রান। লক্ষ্য তাড়ায় রংপুরকেও বেশ বেগ পেতে হয়েছে, শেষ পর্যন্ত চার বল এবং চার উইকেট হাতে রেখে জিতেছে তারা।

কুয়াশাচ্ছন্ন দুপুরে টস জিতে মোহাম্মদ নাঈম শেখ বলেছিলেন, ‘১৬০-১৭০ রান করতে পারলে ভালো হবে।’ কিন্তু নাঈমসহ ব্যর্থ হলেন ঢাকা মেট্রোর সব ব্যাটসম্যন। কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি নিয়েও লড়াই করলেন বোলাররা। তবে শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেট্রো আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে ঢাকা মেট্রো। তাদের পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন ইমরানউজ্জামান। এ ছাড়া ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

শুরুটাই ভালো হয়নি টুর্নামেন্টে এত দিন পর্যন্ত অপরাজিত ঢাকা মেট্রোর। ৪.১ ওভারে দলীয় ২৪ রানেই ফেরেন অধিনায়ক নাঈম শেখ। ১২ বলে মাত্র ১১ রান করেন এই বাঁ হাতি ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিল করেছেন সাদমান ইসলাম (১৩), শামসুর রহমান শুভ (০) ও মার্শাল আইয়ুবরা (৩)। একপ্রান্ত আগলে রাখা ইমরানউজ্জামানও হাল ছেড়ে ফিরলেন ধীরগতির ইনিংস খেলে। ৪২ বলে তার ৩০ রানই মেট্রোর পুঁজি বাড়িয়েছে।
পরে সপ্তম উইকেট জুটিকে আমিনুল ইসলামকে সাথে নিয়ে ২০ বলে ৩৪ রান তোলেন আবু হায়দার রনি। রনি ৮ বলে ১৬ এবং আমিনুল ২৪ বলে ২৩ রান করলে মেট্রোর দলীয় পুঁজি ১০০ পেরোয়। ২০ ওভার শেষে ৯ উইকেটে তাদের সংগ্রহ ১০৭ রান। রংপুরের হয়ে চার ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন রবিউল ইসলাম। আলাউদ্দিন বাবু নেন দুই উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় ৭.২ ওভারে ৩৮ রান তুলতেই দুই উইকেট হারায় রংপুর। সমান ১৭ রান করে দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ আল মামুন ধীরগতির শুরুর পর স্ট্রাইক রোটেট করার আগেই ফিরেন। মূলত মেট্রোর দুই বোলার রকিবুল হাসান ও আলিস আল ইসলাম তাদের রানের টুটি চেপে ধরেন। পরবর্তীতে অভিজ্ঞ নাঈম ইসলাম (১৬), আকবর আলিরা (৭) দলের জন্য কার্যকর ইনিংস খেলতে ব্যর্থ হন। মিডল অর্ডারে নামা তানবির হায়দার (৭) ও আরিফুল হক সমান ২২ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ১৯.২ ওভারে তারা চার উইকেট হাতে রেখে জয়ী হওয়ায় ফাইনালেও উঠে যায়। মেট্রোর হয়ে দু’টি উইকেট নেন শহীদুল ইসলাম।

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা-ঢাকা মেট্রো
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে খুলনা করে ১৪৬ রান। অধিনায়ক নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৫২ রানের ইনিংস তাদের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।
জবাবে চট্টগ্রাম ১৩৯ রানে থেমে যায়। এলিমেনেটর রাউন্ডের এই ম্যাচে তামিম ইকবাল খেলেননি।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী সোনারগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের সাদুল্লাপুরে আ’লীগ নেতা গ্রেফতার

সকল