২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাহিদার ৭ উইকেট

-


বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো গতকাল। প্রথমবারের মতো নারী ক্রিকেটাররা সাদা পোশাকে তিন দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে মাঠে নেমেছিলেন। মোট চারটি দল অংশগ্রহণ করছে নর্থ জোন, সেন্ট্রাল জোন, ইস্ট জোন ও সাউথ জোন। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক মাঠে প্রথম দিনে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন, অন্যদিকে ইস্ট জোন মুখোমুখি হয়েছে সাউথ জোনের।

নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিং
প্রথম দিনের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স ছিল সেন্ট্রাল জোনের বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তারের। ২৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৮ রানে সাত উইকেট শিকার করেছেন তিনি। যার মাঝে ছিল ১৫টি মেডেন। তার অবিশ্বাস্য বোলিংয়ে নর্থ জোনের ইনিংস মাত্র ২৪০ রানে গুটিয়ে যায়। সেন্ট্রাল জোন ব্যাটিংয়ে নেমে দিন শেষ করেছে ২৫ রানে দুই উইকেট হারিয়ে।

ফারজানা ৮৬ শারমিন ৮৮ আয়েশা ৮২
ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন নর্থ জোনের ফারজানা হক পিংকি ও ইস্ট জোনের শারমীন সুপ্তা। তবে দু’জনের কেউ-ই সেঞ্চুরির দেখা পাননি। ফারজানা ৮৬ রান করেছেন, আর শারমীন ৮৮ রান করে সাজঘরে ফিরেন। সাউথ জোনের ওপেনার আয়েশা রহমান ৮২ রানে অপরাজিত ছিলেন, যার সাহায্যে সাউথ জোন দিন শেষে এক উইকেটে ১৬৪ রানে পৌঁছেছে।
ইস্ট জোনের ব্যাটিংয়ে শারমীন সুপ্তার ৮৮ রান ছিল সর্বোচ্চ, ১০১ বলে ১৬টি চার এবং দু’টি ছক্কায় ওই রান করেন তিনি। ফাহিমা খাতুন ৩৪ আর শরিফা খাতুন করেন ৩০ রান। সাউথ জোনের সুলতানা খাতুন ৩০ রানে তিনটি, প্রীতি দাস, সালমা খাতুন ও রাবেয়া খান দু’টি করে উইকেট পান।

নর্থ জোনের ব্যাটিং
নর্থ জোনের হয়ে ২৪৬ বল খেলে ১০টি চারে সর্বোচ্চ ৮৬ রান করেন ফারহানা। আরেক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ছিল রিতু মনির ৫৭ রান। শেষদিকে মারুফা আক্তার ২৪ রান করে অপরাজিত ছিলেন।
প্রথম দিন শেষে, সেন্ট্রাল জোনের বোলিং তোপে নর্থ জোন ২৪০ রানের বেশি করতে পারেনি, এবং তারা ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠায়।


আরো সংবাদ



premium cement