২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-ভারত

ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ ও ভারতের অধিনায়ক : বিসিবি -

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নির্ধারণে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কুয়ালালামপুরে বেইউমাস ওভালে সকাল সাড়ে ৭টায় শুরু হবে ফাইনাল।
গ্রুপপর্বে শতভাগ সাফল্য থাকলেও সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খায় টাইগ্রেসরা। তাই ফাইনালে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল।
আসরে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে শুভসূচনা পায় বাংলাদেশ। এরপর নেপালের বিপক্ষে ১২০ রানের বিশাল জয়ে সুপার ফোর পর্বের টিকিট পায়। তবে সেখানে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল।
গতকাল নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল। বৃষ্টির কারণে ম্যাচের ব্যপ্তি ১১ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে এক উইকেট হারিয়ে সাত বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement