কাবাডির তদন্ত ছিল ভুল বোঝাবুঝি : আসিফ
- ক্রীড়া প্রতিবেদক
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
- ধাপে ধাপে এডহক কমিটি
- ফেডারেশনগুলোর জবাবদিহিতা থাকবে
- এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের
- হামজাকে নিয়ে উচ্ছ্বসিত
- স্পোর্টস ভিলেজ
গত ১৪ নভেম্বর ৯টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। যার মধ্যে জাতীয় খেলা কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। সেই সমালোচনা খানিকটা আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটিও করেছিল। আকস্মিকভাবে সেই তদন্ত কার্যক্রমও স্থগিত করে দেয়া হয়। পাশাপাশি তদন্ত কর্মকর্তাকেও বদলি করা হয়। যা ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছে বিস্ময়।
গতকাল শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার দিতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা, এনএসসি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি এটা একটা মিসকমিউনিকেশন ছিল। এই কারণে একটি ভুল হয়েছে। তো পরবর্তীতে বোধ হয় ওটা উইথড্রো ( প্রত্যাহার ) করা হয়েছে।’
গত দেড় মাসেও আর কোনো অ্যাডহক কমিটি দেয়নি ক্রীড়া পরিষদ। এ বিষয়ে উপদেষ্টার কথা, ‘আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি প্রকাশ করছি। বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী ধাপেরগুলো দেখতে পাবেন।’
এক বছরের মধ্যে ক্রীড়াঙ্গনে কাক্সিক্ষত সংস্কার প্রসঙ্গে বলেন, ‘কাঠামোর পরিবর্তনের জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করছি। ক্রিকেট-ফুটবল বড় দুটো ফেডারেশনের গঠনতন্ত্রের সংস্কার চলছে। বাকি ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে সার্চ কমিটি কাজ করছে। এনএসসি থেকে সাধারণ নীতিমালা কিছু থাকবে। গঠনতন্ত্রের মাধ্যমে কাঠামোগত জায়গায় পরিবর্তন এলে কমবে অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো। ফেডারেশনগুলোরও প্রতিনিয়ত অডিট ও প্রগ্রেস রিপোর্ট নেয়া হবে, যাতে করে জবাবদিহিতার জায়গা ঠিক থাকে।’
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও খেলা ফিরতে পারে। তবে এই স্টেডিয়ামের নামও পরিবর্তন হবে।
এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে খেলা নিয়ে উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ তারা বেশ কিছু দিন ধরেই হামজার বিষয়ে ফিফার সাথে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকেই যারা বিদেশের বিভিন্ন ক্লাবে খেলেন। হামজা চৌধুরীর বিষয়টি বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
ক্রিকেট ও ফুটবলের বাইরে অন্য খেলোয়াড়রা সেভাবে সুযোগ-সুবিধা পান না। ফেডারেশনগুলোও বাজেট-অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত। অন্য খেলাগুলোর উন্নয়ন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ভাবনা, ‘ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইনস্টিটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে অনুশীলন-সুযোগ-সুবিধা দিতে হবে। সাফল্য পেলে পৃষ্ঠপোষক আসবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা