ওয়ানডেতে অপ্রতিরোধ্য পাকিস্তান
- ক্রীড়া ডেস্ক
- ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪২
৫০ ওভারের ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে পাকিস্তান। গত ছয় সপ্তাহের মধ্যে দেশের বাইরে খেলা তিনটি ওয়ানডে সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাবর-রিজওয়ানরা। অস্ট্রেলিয়ার মাটিতে গত নভেম্বরে ২-১-এ ওয়ানডে সিরিজ জয়ের পর একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হার। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলল সফরকারীরা। সবশেষ গত পরশু দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮১ রানে হারায় প্রোটিয়াদের।
কেপটাউনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে সফরকারীদের প্রথমেই ধাক্কা দেন মার্কো জনসেন। সায়েম আইয়ুবকে ২৫ রানে সাজঘরের পথ দেখান অভিষিক্ত বোলার কোয়ানা মাফাফা। এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সাবেক অধিনায়ক বাবর আজমের ব্যাট ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এই জুটিতে ১১৫ রান যোগ করে ব্যক্তিগত ৭৩ রানে ফেরেন বাবর। কিছুক্ষণ পরই মাফাফার দ্বিতীয় শিকার ৮০ রান করা রিজওয়ানও। সালমান আগার ব্যাট থেকে আসে ৩৩ রান। শেষের দিকে কামরান গোলামের ৩২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩২৯ রান সংগ্রহ পায় পাকিস্তান। অভিষেকেই চারটি উইকেট নেন মাফাফা।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট খুইয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২১.২ ওভারে ১১৩ রান তুলতেই চার উইকেট হারায় স্বাগতিকরা। এক প্রান্ত আগলে রেখে ৭৪ বলে ৯৭ রান করেন হেনরিক ক্লাসেন। নাসিম শাহর বলে ইরফান খানের তালুবন্দী হওয়ার আগে ৮টি চার চারটি ছক্কায় ইনিংসটি সাজিয়ে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শাহিন শাহ আফ্রিদি নেন চারটি উইকেট। ম্যাচসেরা হন কামরান গোলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা