২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

-

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে গত ৮ ডিসেম্বর দুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯-এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম খেলছে এশিয়া কাপ। ছেলেদের পর এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও সেই ভারতকে ফাইনালে পেল যুবা টাইগ্রেসরা। আসরে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার ফাইনালে প্রতিশোধ নেয়ার মিশন বাংলাদেশী মহিলাদের।
কুয়ালালামপুরে গতকাল সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে ভারত। ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ছেলেদের পর ক্রিকেটভক্তদের সামনে আগামীকাল অপেক্ষা করছে ভারত-বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর আরো একটি ফাইনাল।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১১ ওভারে নেমে আসে। দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও গোছানো ফিল্ডিংয়ে প্রথমে ব্যাট করতে নামা নেপাল পুরো ওভারে তোলে ৮ উইকেটে ৫৪ রান। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ও হাবিবা ইসলাম।
অল্প রানকে তাড়া করতে নেমে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফাহমিদ ৩ বাউন্ডারিতে ৩২ বলে ২৬ রান, মোসাম্মৎ ইভা খেলেন ১৮ রানের ইনিংস। এ ছাড়া সুমাইয়া আক্তার ৬ বলে ১০ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৭ বল হাতে রেখে সহজ জয়ই পায় বাংলাদেশ। ব্যাট হাতে অপরাজিত ২৬ রান ও বল হাতে ১৪ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফাহমিদ ছোঁয়া।

 

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ

সকল