২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১০ ম্যাচ পর বসুন্ধরাকে হারাল আবাহনী

ঢাকা আবাহনী ১-০ বসুন্ধরা কিংস; পুলিশ ১-৩ মোহামেডান
-

দেশের শীর্ষ লেভেলের ফুটবলে আগমনের পর লিগে আর বসুন্ধরা কিংসকে হারাতে পারছিল না ঢাকা আবাহনী। আকাশি নীল শিবিরের জয় ছিল ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপে। লিগে আগের দশ মোকাবেলায় মাত্র দু’টি ড্রই করতে পেরেছিল আবাহনী। বাকি ৮ ম্যাচেই জয় বসুন্ধরা কিংসের। তবে এবার খেই হারানো বসুন্ধরাকে বাগে পেয়ে লিগে প্রথম জয় তুলে নিয়েছে আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে পেশাদার লিগের রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী আবাহনী। কাল অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। বসুন্ধরা কিংসের হার এবং নিজেদের টানা চতুর্থ জয়। চার খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আলফাজ আহমেদের দল। তাদের পয়েন্ট ১২। অন্য দিকে জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী। অন্য দিকে চার ম্যাচে দুই হারে ৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে বসুন্ধরা কিংস। ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাদার্স। ছয় পয়েন্ট নিয়ে পুলিশ , রহমতগঞ্জও চতুর্থ স্থানে। লিগে এর আগে এই মাঠেই মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। মাঝে নিজ মাঠে ফেডারেশন কাপে ফর্টিসের কাছেও হেরেছিল বসুন্ধরা।
আবাহনীর হোমে ম্যাচে বসুন্ধরা কিংস পিছিয়ে যায় ২ মিনিটেই। শাহরিয়ার ইমনের করা ক্রসে হেডে বল জালে পাঠান সুমন রেজা। উপরে সুমন রেজা আর পোস্টের নিচে মিতুল মারমা। এই সমন্বয়ে মারুফুল হকের দলের এই জয়। পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস ম্যাচে ফেরার মোক্ষম সুযোগও পেয়েছিল। কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করা ব্রাজিলের মিগুয়েল ফিগেইরোর পেনাল্টি রুখে দেন মিতুল। ফলে দারুণ জয়ে মাঠ ছাড়ার সুযোগ হয় আবাহনীর।

এমনিতেই স্ট্রাইকার সঙ্কটে ভ্যালেরিও তিতার দল। তার ওপর যদি পেনাল্টি থেকেও গোল করা না যায় তাহলে জয়ের দেখাতো দূরের কথা ড্র করাও কঠিন। সেই পথেই হেঁটেছে গত বছর ট্রেবল জয়ীরা। পেনাল্টির ঘটনা ৫২ মিনিটে। বক্সে আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়ের হ্যান্ডবল হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ফিগেইরো সেই শটে গোল করতে পারেননি। জাতীয় দলের কিপার মিতুল বাম দিকে শরীর ফেলে রুখে দেন তা। ৩৬ মিনিটেও ফিগেইরোর শটে বাঁধা ছিলেন আবাহনীর কিপারটি। ৩৩ মিনিটে বসুন্ধরার অপর ব্রাজিলিয়ার জোনাথন ফার্র্নান্দেজও পারেননি একা মিতুলকে পরাস্ত করতে। বল যায় বাইরে। ৮৫ মিনিটে লিগ চ্যাম্পিয়নদের সমতার সুযোগ নষ্ট করে দেন আবাহনীর শেষ প্রহরী। জনির শট আটকে দেন মিতুল। এর আগে ৬২ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আবাহনীর ব্যবধান দ্বিগুণ হতে দেননি।
ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে পুলিশকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচে গোল করেছেন পুলিশের আল আমিন ও মোহামেডানের সোলেমান দিয়াবাতে। ৩১ মিনিটে ইমানুয়েল টনির গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। ৩৯ মিনিটে ইমানুয়েল সানডে গোল করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পুলিশের আল আমিন স্কোর ২-১ করেন। ৭১ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে ৩-১ এ এগিয়ে যাওয়া মোহামেডানের। এতে সোলেমান ও আলআমিনের গোল এখন পাঁচটি করে।

 

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ

সকল