২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেন এমন হচ্ছে বসুন্ধরা কিংসের

-

এই মুহূর্তে দেশের সেরা ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের অভিষেকের পর অন্য কোনে দল আর জিততে পারেনি লিগের শিরোপা। টানা পাঁচটি লিগ চ্যাম্পিয়নশিপ তাদের দখলে। গত সিজনের ট্রেবল জয়ী। লিগ শিরোপার সাথে ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন। অথচ সেই বসুন্ধরা কিংস এবার ছন্দে নেই। এবার দল গঠনের পর আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল মিলে ১০ ম্যাচে ৬ হার। লিগে মোহামেডান এবং আবাহনীর কাছে হারের সাথে ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছেও হেরেছিল তারা। আগে এএফসি চ্যালেঞ্জ লিগে লেবাননের নেজমেহ, ভারতের ইস্টবেঙ্গল ও ভুটানের পারো এফসির কাছে পরাজিত হয়েছিল। যদিও ক্লাবটি মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে প্রথম চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করেছিল সিজন।
প্রিমিয়ারে অভিষেকের পর থেকেই দলটির একচ্ছত্র আধিপত্য। আগেও লিগের প্রথম ম্যাচে হেরেছিল দলটি। পরে তারা ঘুরেও দাঁড়ায়। এবার কি পারবে ঘুরে দাঁড়াতে। দলে স্ট্রাইকার সঙ্কট। মূল স্ট্রাইকার জেরার্ড খাসার চোট। ডিফেন্সে তারিক কাজী ফিনল্যান্ডে আর্মি ট্রেনিং করছেন। বিশ্বনাথের হাঁটুর অপারেশন হয়েছে ব্যাংককে। এতেই বিপদে দলটি।

 

 

 


আরো সংবাদ



premium cement

সকল