ম্যানইউকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম
- ক্রীড়া ডেস্ক
- ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮
কারাবাও কাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল উঠল টটেনহ্যাম। ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে স্পার্সারা। শুরুতে ডোমেনিক সোলাঙ্কির জোড়া ও কুলুসেভস্কির গোলে ৩-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর বল পজিশনে এগিয়ে থাকা ম্যানইউর হয়ে সাত মিনিটের ব্যবধানে জসুয়া জিরকজি ও আমাদ দিয়ালো গোল করলে জমে উঠে ম্যাচ। ম্যাচের পরের ২০ মিনিটে স্কোরলাইন ছিল ৩-২। কিন্তু সন-হিউন-মিনের গোলে টটেনহ্যাম এগিয়ে যাওয়ার পর জনি ইভান্সের গোলে শুধু ব্যবধান কমায় রোবেন আমোরিমের দল। টটেনহ্যাম হটস্পারের মাঠে ম্যাচ শুরুর ১৫ মিনিটে সোলাঙ্কির গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। ৪৬ মিনিটে ব্যবধান ২-০ করেন কুলুসেভস্কি। ৫৪ মিনিটে তৃতীয় সোলাঙ্কির। সেখান থেকেই জসুয়ার গোলে ৬৩ মিনিটে ৩-১ ব্যবধান করার ৭ মিনিটে পর দিয়ালোর গোলে রোমাঞ্চ জাগালেও পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা