২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাল-সবুজে ছাড়পত্র পেলেন হামজা

-

সব অপেক্ষার অবসান। বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী। ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার সব কিছু ইতিবাচক হলে মার্চের এশিয়ান কাপ বাছাই পর্বেই লাল-সবুজ জার্সি গায়ে তুলবেন। লেস্টার সিটির এই ফুটবলারের বাবা ক্যারিবিয়ান এবং বাংলাদেশী মা। হামজার বাংলাদেশী পাসপোর্ট আরো আগেই হয়েছিল। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও সবুজ সঙ্কেত মেলে। বাকি ছিল ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। গতকাল সেই সম্মতিও দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। ফলে এখন আর বাংলাদেশ দলে খেলতে বাধা নেই হামজার। গতকাল বাফুফে তা জানিয়েছে।
ইংল্যান্ড যুব দলে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হলে নিঃসন্দেহে দল আরো শক্তিশালী হবে। জামাল ভূঁইয়া এবং তারিক কাজী, সৈয়দ শাহ কাজেম কিরমানী, তাহমিদ ইসলাম, রাহবার খান , রিয়াসাত ইসলাম, জুলকারনাইন, ওবায়দুর রহমান নবাবের পর হামজা হতে যাচ্ছেন লাল-সবুজ জার্সিতে আরেক প্রবাসী ফুটবলার। ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছেন। নবাব ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি প্রাইম মিনিস্টার কাপে মারিও লেমসের দলে থাকলেও খেলতে পারেননি। তাহমিদ ফ্রান্স প্রবাসী। রাহবার কানাডায় থাকেন। রাহবার খেলেছিলেন লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও। কিরগিজস্তানের তিন জাতি ফুটবলে রাহবারকে ম্যাচ খেলিয়েছিলেন সাবেক কোচ জেমি ডে। তাহমিদের খেলা হয়নি। জার্মান প্রবাসী রিয়াসাতকে অবশ্য খেলানোর সুযোগ পাননি কোচ লর্ডউইগ ডি ক্রুয়েফ। আর এবার এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে সাইফুল বারী টিটুর দলে খেলেছেন অস্ট্রেলিয়ায় বড় হওয়া আহরার ইসলাম।
জামালের সাথে অবশ্য তারিক কাজী ও হামজার পার্থক্য আছে। ডেনমার্ক প্রবাসী জামালের বাবা ও মা দু’জনই বাংলাদেশী। তারিক কাজীর মা ফিনল্যান্ডের। আর হামজার বাবা ওয়েস্ট ইন্ডিয়ান।
হামজার পাশাপাশি মোহামেডানে খেলা মালির সোলেমান দিয়াবাতের জন্য চেষ্টা করেছিল বাফুফে। তবে বর্তমানে ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকারের বিষয়ে বাফুফের আগ্রহে ভাটা। কারণ, ফিফা থেকে সব ছাড়পত্র পেতে পেতে যে সময় লাগবে তাতে আরো বয়স বেড়ে যাবে সোলেমানের। ফলে ধরেই নেয়া যায় সোলেমানের আর বাংলাদেশ দলে খেলা হচ্ছে না।
মার্চ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু। ভারত, হংকং এবং সিঙ্গাপুর তাদের প্রতিপক্ষ। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে ম্যাচ। ভারতীয় মিডিয়া যদিও আরো আগে থেকেই হামজা বিষয়ে নিউজ করতে থাকে। তাদের বক্তব্য ছিল , হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল