২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গর্বের কাবাডি কি স্বরূপে ফিরবে?

বিজয় দিবস কাবাডিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ম্যাচের দৃশ্য : কাবাডি ফেডারেশন -

আগেও বহুবার হয়েছিল বিজয় দিবস কাবাডি। তবে এবারের এই আসর দুই কারণে গুরুত্ব পেয়েছে। এক, এই আসর থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। দুই, রাজনৈতিক পটপরিবর্তনের পর কাবাডি ফেডারেশনের দায়িত্ব পাওয়া অ্যাডহক কমিটির অধীনে প্রথম কোনো টুর্নামেন্ট। নিজেদের ভেনু কাবাডি স্টেডিয়ামের বদলে পরিস্থিতির কারণে হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা। নতুন সেক্রেটারি এস এম নেওয়াজ সোহাগের বর্তমান কমিটি দারুণ করেই সাজিয়েছে হ্যান্ডবল স্টেডিয়াম। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তবে সাজসজ্জা যতই হোক জাতীয় দল আন্তর্জাতিক আসরে পদক জিততে না পারলে কোনো লাভই নেই। এস এ গেমসে এখনো স্বর্ণের দেখা পায়নি বাংলাদেশ। এশিয়ান গেমসে একসময় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই পদক ছিল। এখন সেটিও হাতছাড়া। এখন প্রশ্ন এশিয়াডে বাংলাদেশে গর্বের বিষয়ে পরিণত হওয়া কাবাডি কি পারবে দেশকে ফের স্বরূপে ফেরাতে। সেক্রেটারি সোহাগ জানালেন, আমাদের মূল লক্ষ্য পদক পুনরুদ্ধার।
২০২৬ সালে জাপানের নাগোয়াতে বসছে পরবর্তী এশিয়ান গেমস। গত বছর হ্যাংজু এশিয়ান গেমসে আশা নিয়ে চীন গেলেও দুই বিভাগেই ব্যর্থতা। তাই এখন ২০২৬ ঘিরেই যাবতীয় পরিকল্পনা। সোহাগ জানান, আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে যাচ্ছি। লং টার্ম অনুশীলন ছাড়া সাফল্য আসবে না। সাথে খেলতে হবে আন্তর্জাতিক ম্যাচ।
আগামী বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে কাবাডির ব্যস্ত সময়। দু’টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ কাবাডি দল। যুব দল বিশ্বকাপে অংশ নিতে ইরান যাবে। নারী দলের বিশ্বকাপ ভারতে। এ ছাড়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে নেপাল ও শ্রীলঙ্কার সাথে হোম অ্যান্ড অ্যাওয়েতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথমে নেপাল না শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে তা এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারিতেই হবে এই টেস্ট সিরিজ। এরপর কেনিয়া, ইরাক ও ভারতের সাথে সিরিজ খেলার পরিকল্পনা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা বাংলাদেশে কাবাডি হবে। সেখান থেকে যুব কাবাডি দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই হবে। আগে কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা নেওয়াজ সোহাগ এখন সাধারণ সম্পাদক। তার মতে, ‘আমাদের যে আন্তর্জাতিক ম্যাচগুলো আছে এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই বিজয় দিবস কাবাডি থেকেই আমরা খেলোয়াড় বাছাই করব।’ এই বাছাই একই সাথে সংযুক্ত আরব আমিরাত বা থাইল্যান্ডে ফ্রাঞ্চাইজি লিগে খেলা খেলোয়াড় সংগ্রহের জন্যও। সোহাগ জানান, ‘আমাদের ১০ জন খেলোয়াড় এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবে। তাদের বাছাইয়ের কাজও হবে এই টুর্নামেন্ট থেকে। ফেব্রুয়ারিতেই হবে এই লিগ। মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে হতে যাওয়া মহিলা বিশ্বকাপের জন্য খেলোয়াড় সংগ্রহের কাজ চলবে এই বিজয় দিবস কাবাডি থেকে।’
আর পুরুষ যুব বিশ্বকাপের জন্য খেলোয়াড় সংগ্রহের কাজ চলবে তারুণ্যের উৎসবের কাবাডি প্রতিযোগিতা থেকে। দেশের ৩৫০টি উপজেলায় হবে তারুণ্যের উৎসবের কাবাডি। সোহাগের ঘোষণা, ‘সবকিছুর পেছনে একটি টার্গেট তো থাকেই। বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে টিকে থাকতে হলে এশিয়ান গেমসের পদক পুনরুদ্ধার করতেই হবে। এটাই মূল লক্ষ্য। এর জন্য যা যা করার করবে ফেডারেশন।’ পুরুষদের নানা আন্তর্জাতিক আসর। আগের কমিটির সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট করা হয়েছিল পুরুষদের জন্য। এতে বাংলাদেশ প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু মহিলাদের নিয়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। মহিলাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট করার কথা জোর দিয়ে বলতেই পারলেন না সেক্রেটারি। অথচ এশিয়ান গেমসে একাধিক পদক জিতেছিল নারী কাবাডি দলও। তবে মহিলাদের নিয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট করার কথা জানান তিনি। তার মতে, ‘অল্প দল নিয়ে হলেও মহিলা ফ্রাঞ্চাইজি কাবাডি করার ইচ্ছে আছে। তা পুরুষদের যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হবে সেই সময়ে। যেখানে ৪০ শতাংশ বিদেশী খেলোয়াড় থাকবে।’ তবে এশিয়ান গেমসের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ে যেতে চায় ফেডারেশন। সাথে মহিলাদের ফের করপোরেট লিগ চালু করার কথাও উল্লেখ করেন তিনি। উদ্দেশ্য মানসম্পন্ন খেলোয়াড় খুঁজে বের করা। জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায়ও পরিকল্পনা আছে বর্তমান কমিটির।
জাতীয় দলে বিদেশী কোচ ছিল। আবার দেশী কোচরাও সাফল্য পেয়েছেন। তবে আগামী জাতীয় দলের ক্যাম্পে বিদেশী কোচরা দায়িত্ব পাবেন কি না তা সময়ই বলে দেবে। জানান সোহাগ। ফেডারেশনের পরিকল্পনা জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। টানা না পেলে তো কোনো খেলোয়াড়ই লম্বা সময় ধরে খেলতে চাইবে না। কাল ক্রীড়া মন্ত্রণালয়ের সচীবের কাছে কিছু দাবিও তুলে ধরেন সোহাগ।


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল