জেসুসের হ্যাটট্রিকে সেমিতে আর্সেনাল
- ক্রীড়া ডেস্ক
- ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার এই হ্যাটট্রিকের সুবাদে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো আর্সেনাল।
দিনের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দ্য ম্যাগপাইদের হয়ে ম্যাচের ৯ ও ৪৩ মিনিটে দু’টি গোল করেন সান্দ্রো টোনালি। ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন সুইডিশ ডিফেন্ডার ফ্যাবিয়ান সাহার। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে ব্রেন্টফোর্ডের হয়ে একটি গোল করে ব্যবধান কমান ফ্রান্সের মিডফিল্ডার ইয়োনে উইসা। সাউদাম্পটনকে ২-১-এ হারায় ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে দল লিভারপুল। দারউইন নুনেজের গোলে অল রেডরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হার্ভে ইলিয়ট। এরপর ক্যামেরুন আর্চার একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি সাউদাম্পাটন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা