২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেকর্ড জয় আফগানিস্তানের

-

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে প্রথম ম্যাচ পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেয় আফগানিস্তান। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে গতকাল রেকর্ড গড়ে জয় পায় রশিদ খান-মোহাম্মদ নবিরা। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে সেদিকউল্লাহ আতালের সেঞ্চুরি ও আবদুল মালিকের ৮৪ রানে ভর করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ পায় আফগানিস্তান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ব্যাটিংলাইনের ধসে ৫৪ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। ২৩২ রানের জয় পায় সফরকারীরা। নিজেদের ইতিহাসে এই প্রথম দুই শ’ রানের বেশি ব্যবধানে আফগানিস্তান।
হারারেতে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ ৪ ছক্কা ও ৮ চারে ১২৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ১ ছক্কা ও ১১ চারে ১০১ বলে ৮৪ রান করে থামেন মালিক। তাদের দুই জনের ১৯১ রানের উদ্বোধনী জুটিই বড় স্কোর গড়তে সাহায্য করে আফগানদের। লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি আফগান বোলারদের সামনে। তিনটি করে আল্লাহ গাজানফার ও নাভিদ জাদরান আর দু’টি উইকেট নিজের ঝুলিতে পুড়েন ফজলহাক ফারুকি ও একটি আজমাতউল্লাহ ওমারজাইয়ের। অভিষেক সেঞ্চুরি করে ম্যাচসেরা হন সেদিকউল্লাহ।


আরো সংবাদ



premium cement