২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিনিশারের কাজই হলো মারা : শামীম

ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া শামীম হোসেন পাটোয়ারী : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ -

শেখ মাহেদী আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন আর শামীম হোসেন পাটোয়ারী উইকেট আসছেন। জাকের আলীর সাথে জুটি গড়তে শামীম যখন উইকেটে এলেন তখন ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭২! সেখান থেকে সফরকারীরা এক শ’ ছুঁতে পারবে কি না, সেটির শঙ্কা ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মনে। একটু পর জাকের বিদায় নিলে সেই শঙ্কা আরো ঘনীভূত হয়। তবে প্রথম ম্যাচে শামীম যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় টি-২০তে যেন সেখান থেকেই শুরু করলেন।
টপ অর্ডার ব্যাটাররা যেখানে দাঁড়াতেই পারছিলেন না সেখানে চার-ছক্কায় বাংলাদেশের রান এক শ’ পার করেছেন শামীম। শুধু তা-ই নয়, মাত্র ১৭ বলে সমান থদু’টি করে ছক্কা ও চারে অপরাজিত ৩৫ রান করেছেন। বাঁ হাতি ব্যাটারের এমন ইনিংসেই ১২৯ রানের থপুঁজি পায় সফরকারীরা। ম্যাচ ও সিরিজ জিততে বাকি কাজটি সেরেছেন বোলাররা। তবে ম্যাচসেরা শামীম।

সবশেষ কয়েক মাসের পরিশ্রমের ফলই এখন পাচ্ছেন বলে মনে করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার পাওয়া বাঁ হাতি এই ব্যাটার বলেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি ! তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি। সবসময় চিন্তা থাকে দল যেমনই থাকুক আমি আমার মতো খেলতে পারলে টিম অনেক উপরে চলে যাবে। সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-২০ দলে ফেরার আগে লাল সবুজের জার্সিতে শামীম খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। মাঝে এক বছর জাতীয় দলের বাইরে। তবে এ সময়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, হাই পারফরম্যান্স ইউনিট ও ইমার্জিং দলের হয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সেই সাথে ফিনিশার হিসেবে প্রস্তুতিও নিয়েছেন। যেখানে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছিলেন বাঁ হাতি এই ব্যাটার। সেই আত্মবিশ্বাস থেকেই ভালো খেলার রসদ পেয়েছেন বলে জানান তিনি।

‘আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। সে জন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম সুযোগ পেলে ভালো করব ইনশা আল্লাহ।’
দলের প্রয়োজনে এমন ইনিংস খেলায় ব্যাটিং কোচ ও সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বাহবা পেয়েছেন শামীম। ব্যাটিং শেষে যখন ড্রেসিং রুমে যখন ফেরেন তখন বাঁ হাতি ব্যাটারের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সালাহউদ্দিন। তার কথায়, ‘সালাউদ্দিন স্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাহবা দিয়েছেন। বলেছেন ভালো ব্যাটিং করেছ।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দুই ম্যাচ মিলিয়ে কেবল ৩০ বল খেলেছেন শামীম। ওই ৩০ বল থেকে তুলেছেন ৬২ রান। প্রথম ম্যাচে ১৩ বল ২৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৭ বলে ৩৫।
এদিকে উইন্ডিজ অধিনায়ক পাওয়েল জানান, আমরা শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চাই।


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল